রাস্তায় নামাজ পড়লে বাতিল হতে পারে পাসপোর্ট ! পুলিশের হুঁশিয়ারি

By Bangla News Dunia Dinesh

Published on:

women police

Bangla News Dunia, দীনেশ :- ঈদ তথা রমজানের শেষ শুক্রবারের আগে মেরঠ পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাবধান করে জানিয়ে দেওয়া হল যে, রাস্তায় নামাজ পড়া যাবে না, এটি আইন বিরুদ্ধ। আর যদি কেউ আইন ভাঙে তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনকি তাঁর পাসপোর্ট তথা ড্রাইভিং লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে।

আরও পড়ুন:- জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন

মেরঠ পুলিশের সুপারিটেনডেন্ট আয়ুষ সিংহ স্পস্টভাবে জানিয়েছেন, ঈদের নামাজ যেন স্থানীয় মসজিদ বা ঈদগাহ-তে পড়া হয়। রাস্তায় যাতে নামাজ পড়া না হয়। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দল(RLD) নেতা জয়ন্ত সিং চৌধুরি বলেন, ‘যদি কারও বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগে মামলা দায়ের হয় তবে তাঁদের পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করা হতে পারে। কোর্টের এনওসি(NOC) ছাড়া নতুন পাসপোর্ট বানাতেও তাঁদের অনেক অসুবিধার সম্মুক্ষীন হতে হবে। আদালত কর্তৃক মামলা থেকে রেহাই না দেওয়া পর্যন্ত ওই নথিগুলি বাজেয়াপ্ত করা থাকবে।’

আরও পড়ুন:- ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ কমানোর উপায় জেনে নিন

আরও পড়ুন:- এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! সমাধান জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন