রাহুর নক্ষত্রে ভ্রমণ করছেন শনিদেব ! ফলে সাবধান হতে হবে বেশ কিছু রাশি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

rahu ketu groho

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে শনি ও রাহু উভয়কেই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই দুটি গ্রহের রাশি পরিবর্তন অবশ্যই সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে। শনি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলে যেখানে রাহু সর্বদা বিপরীত দিকে চলে। এই দুটি গ্রহের রাশি পরিবর্তন ছাড়াও, এই দুটি গ্রহের নক্ষত্রের পরিবর্তনও গভীর প্রভাব ফেলে।

আরো পড়ুন :- আগস্ট মাসে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ ! ভাগ্য বদলে যাবে ৪টি রাশির

শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং শতভিষা নক্ষত্রে ভ্রমণ করছেন। এই নক্ষত্র রাহুর অন্তর্গত। ১৭ অক্টোবর পর্যন্ত শনি রাহুর নক্ষত্রে অবস্থান করবে। শতভিষা নক্ষত্রে থাকার কারণে শনি-রাহুর সংমিশ্রণে অশুভ যোগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে, দুটি রাশির মানুষের আরও সতর্ক হওয়া দরকার।

 

niladri-misra

 

১. কন্যা :- রাহুর রাশিতে শনির আগমনের কারণে ১৭ অক্টোবর পর্যন্ত কন্যা রাশির মানুষেদের সমস্যায় পড়তে হতে পারে। শনি যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করে তখন কন্যা রাশির মানুষদের খুব সাবধানে থাকতে হবে। অর্থেরও ক্ষতি হতে পারে। এই সময়ে আপনি কোনও কাজে সফলতা পাবেন না।

২. বৃশ্চিক :- শনি-রাহু যোগ বৃশ্চিক রাশির স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। পেশা ও ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার তর্কও হতে পারে, যার ফলে ক্ষতি হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের ফাটল দেখা দিতে পারে। শনির অশুভ প্রভাবে আপনি সড়ক দুর্ঘটনার শিকার হতে পারেন।

আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন