রাহুল গান্ধিকে পরবর্তী প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি তেজস্বীর, কি বলল বিজেপি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে ৷ আগামী লোকসভা নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য সবাই একসঙ্গে কাজ করবেন ৷ মঙ্গলবার ‘ভোটার অধিকার যাত্রা’য় এমনটাই প্রতিশ্রুতি দিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ তাঁর এই দাবিকে অর্থহীন বলে কটাক্ষ করেছে বিরোধীরা ৷

গতকাল বিহারের নওয়াদায় কংগ্রেসের ‘ভোটার অধিকার (অধিকার) যাত্রা’র তৃতীয় দিন ছিল ৷ সেখানে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে ইন্ডিয়া শিবিরের অন্যতম শরিক তেজস্বী বলেন, “আমাদের প্রথম কাজ হল বিহার থেকে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে উৎখাত করা এবং তার পরের কাজ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধিকে দেশের প্রধানমন্ত্রী করা ৷ এই দুটির জন্য ইন্ডিয়া ব্লক একসঙ্গে কাজ করবে ।”

ওই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাষ্ট্রীয় জনতা দলের এই শীর্ষনেতা ৷ তেজস্বীর অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় গরিব মানুষ এবং যুবকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে । ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম মুছে ফেলা হয়েছে ৷ এমনকী তিনি এও দাবি করেন, এক ব্যক্তি লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন ৷ কিন্তু তাঁকেই এখন মৃত ঘোষণা করা হয়েছে । তিনি জানান, নির্বাচন কমিশন এবং বিজেপি নেতারা মনে করেছেন তাঁরা বিহারীদের ঠকাবেন । কিন্তু বিহারীদের এত সহজে ঠকানো অসম্ভব ৷

পালটা আরজেডিকে লক্ষ্য করে তোপ দেগেছে গেরুয়া শিবির ৷ বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেন, “লালু যাদব এবং তেজস্বী যাদব চিন্তিত ৷ কারণ মহাজোট তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করতে পারেনি । কৃষ্ণা আল্লাভারু ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে তাঁদের কোনও মুখ্যমন্ত্রীর মুখ নেই ৷ আর রাহুল গান্ধি যাতে একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেন তাই এভাবে তাঁর প্রশংসা করছেন আরজেডি নেতারা ।” অন্যদিকে, রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) সভাপতি উপেন্দ্র কুশওয়াহাও তেজস্বী যাদবের বক্তব্যকে অর্থহীন বলে অভিহিত করেন ।

আরও পড়ুন:- GST রিফর্মের আবহে নজর থাকবে এই ২৬ স্টকে, পজ়িটিভ প্রভাব পড়তে পারে এই সমস্ত স্টকে

আরও পড়ুন:- বিনামূল্যে পরিষেবা দিয়েও Google Pay এবং PhonePe কীভাবে কোটিপতি হচ্ছে? জানুন রহস্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন