রাহুল গান্ধী আবারও ইলেকশন কমিশনকে আক্রমণ, ভোট চুরির অভিযোগে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ভোট চুরির মারাত্মক অভিযোগ আনলেন। আজ বৃহস্পতিবার নয়া দিল্লির ইন্দিরা ভবন অডিটোরিয়ামে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শাসক বিজেপির সুবিধা করে দিতে ইসি ব্যাপকভাবে ভোট চুরি করছে। রাহুল সেদিন সাংবাদিক বৈঠকে বলেন, কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম পরিকল্পনামাফিকভাবে মুছে ফেলার কথা।

রাহুল দাবি করেন, সফটওয়্যার ব্যবহার করে ৬,০১৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কংগ্রেসের শক্তিশালী কেন্দ্রগুলোতে মূলত এই ধরনের জালিয়াতি হয়েছে। পাশাপাশি, তিনি বলেন যে দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বেশি করে টার্গেট করা হয়েছে।নিজের দাবির সপক্ষে দিল্লিতে সাংবাদিক বৈঠকে একাধিক সাক্ষ‍্য প্রমাণও মঞ্চের পিছনে থাকা স্ক্রিনে দেখান তিনি। স্ক্রিনে কয়েকটি ফোন নম্বর তুলে ধরে রাহুল দাবি করেন, বিভিন্ন রাজ্য থেকে ফর্ম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও তিনি বলেন, নির্বাচন কমিশন যদি স্বচ্ছ্ব হয়, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কর্নাটক সিআইডিকে তদন্তে সবরকম সাহায্য করবে তারা। এই অভিযোগের ভিত্তিতে আক্রমণ করেন নির্বাচন কমিশন এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।

রাহুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এক টুইট প্রকাশ করে। তাতে বলা হয়, এ ধরনের অভিযোগ ভুল ভিত্তিহীন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন