রিচার্জের দাম আবারও বাড়তে চলেছে ! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এখন প্রায় সব মানুষের হাতেই স্মার্টফোন। কিন্তু মোবাইল চালাতে গেলে রিচার্জ তো মাসে মাসে করতেই হয়। আর এই রিচার্জের খরচ যেন দিন দিন বেড়েই চলেছে। নতুন খবর অনুযায়ী, ২০২৫ সালের শেষদিকে আবার মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে। Jio, Airtel আর Vi, এই বড় তিনটে কোম্পানিই নাকি দাম বাড়ানোর পরিকল্পনা করছে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

আগেও রিচার্জের দাম বেড়েছিল, এবার আবার?

গত বছরই একবার দাম বেড়েছিল। তখন অনেকেই বিরক্ত হয়েছিল, অনেকে কম প্ল্যান নিতে বাধ্য হয়েছিল। এবার যদি আবার দাম বাড়ে, তাহলে সাধারণ মানুষ যে কষ্টে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এখন যেই প্ল্যানে ২০০ টাকায় চলে, সেটা ভবিষ্যতে ২৫০ বা তার বেশি হয়ে যেতে পারে।

কেন দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো?

টেলিকম কোম্পানিগুলোর দাবি, ওদের অনেক খরচ হচ্ছে—5G টাওয়ার বসানো, নতুন যন্ত্রপাতি কেনা, নেটওয়ার্ক ঠিক রাখা ইত্যাদি। এত খরচ সামলাতে গিয়ে ওরা রিচার্জের দাম বাড়াতে চাইছে। মানে, কোম্পানির খরচ, আর তার চাপটা এসে পড়ছে আমাদের মতো সাধারণ মানুষের ওপর।

সবচেয়ে বেশি কষ্টে পড়বেন গরিব আর মধ্যবিত্ত মানুষজন

গ্রামে, মফস্বলে, শহরের ভেতরেও অনেক মানুষ আছেন, যারা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ওই মানুষগুলো মোবাইল চালান অনেক হিসেব করে, যাতে দরকারি কাজটা হয়ে যায়। এখন যদি আবার দাম বাড়ে, তাহলে ওদের পক্ষে মোবাইল চালানোই কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন