রিচার্জ করলেই ১ বছর সব ফ্রি ! স্বল্পমুল্যের এই রিচার্জ প্ল্যানে Jio দিচ্ছে একগুচ্ছ সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : স্মার্টফোন ব্যবহার করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। আর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিমাসে রিচার্জ করা এক ঝামেলা হয়ে দাঁড়ায়। তাই যদি একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যায়, তাহলে সেটাই ভালো। এবার ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তেমনই একটি প্ল্যান নিয়ে আসলো, যেখানে মাত্র একবার রিচার্জ করলেই ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

এক রিচার্জেই এক বছর নিশ্চিন্ত

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য বরাবরই নতুন নতুন অফার নিয়ে আসে, যা ব্যবহারকারীদের কম খরচে প্রচুর সুবিধা প্রদান করে। এবারও তার ব্যাতিক্রম হলো না। এই সংস্থার প্রিপেড প্ল্যান লাইনআপে এমন একটি প্ল্যান যুক্ত করা হয়েছে এবার, যেখানে একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যাবে। অর্থাৎ, মোবাইল রিচার্জের কোনোরকম ঝামেলা থাকবে না।

আসলে জিওর এই প্ল্যানটির মূল্য হচ্ছে ৩৫৯৯ টাকা। এই প্ল্যানের বৈধতা থাকছে ৩৬৫ দিন। অর্থাৎ পুরো ১ বছর। তাই যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প। 

এই প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

জিওর বার্ষিক এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাচ্ছে সেগুলি হল-

  • প্রতিদিন ২.৫জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ পুরো ১ বছরের জন্য মোট ৯১২.৫জিবি ডেটা মিলছে। 
  • যেকোনো নেটওয়ার্কের ফ্রি আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে। 
  • প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাচ্ছে। 
  • সব থেকে বড় সুবিধা, নির্ধারিত দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলেও ইন্টারনেটের গতি নেমে আসবে ৬৪ Kbps। তবে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হবে না।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন