রিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড ! গ্রাহকদের জন্য সুখবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) বর্তমানে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা দেশের টেলিকম গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর হয়ে উঠেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখার জন্য আর বড় রিচার্জের (new recharge plan) দরকার হবে না। এই নিয়ম অনুযায়ী মাত্র কুড়ি টাকাতে প্রিপেইড ব্যালেন্স থাকলেই সিম সক্রিয় থাকবে।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

এটি TRAI এর নতুন অটোমেটিক নাম্বার রিটেনশন স্কিম নামে পরিচিত। এই নিয়মটি সমস্ত টেলিকম অপারেটরদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যদি জিও, এয়ারটেল যেকোন‌‌ও কোম্পানির সিম ব্যবহার করে থাকেন তবে এই সুবিধা পেয়ে যাবেন।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

ন্যূনতম ব্যালেন্স ২০ টাকা রাখলেই সিম চালু করা যাবে

ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী আপনার সিম চালু রাখতে এবং নম্বর সক্রিয় রাখতে আপনাকে শুধুমাত্র কুড়ি টাকার প্রিপেইড ব্যালেন্স রাখতে হবে।

এর ফলে গ্রাহকের সিমের মেয়াদ শেষ হওয়ার ভয় থাকবে না এবং এটি (new recharge plan) বিশেষভাবে সাহায্য করবে তাদের যারা নিয়মিত রিচার্জ করেন না বা ব্যয়বহুল প্ল্যান নিতে চান না।

৯০ দিনের মেয়াদে নম্বর সচল থাকবে

এখন এই নিয়মের ফলে আপনি যদি ২০ টাকা ব্যালেন্স রাখেন তবে আপনার সিম ৯০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ আপনি ৯০ দিন যদি কোন রিচার্জ নাও করেন তাহলে আপনার নম্বর বন্ধ হবে না এবং সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে না। ‌

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন