রুটি খাওয়ানোর লোভ দেখিয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ সত্তরের বৃদ্ধের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিশুকে রুটি খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায় বছর সত্তরের বৃদ্ধ ৷ তারপরই ওই শিশুকে ধর্ষণ করে ওই অভিযুক্ত ৷ বাড়ি ফিরে পেটে ব্যথা অনুভব করতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার ৷ চিকিৎসকরা জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ ঘটনাটি গুজরাতের মেহসানা জেলার উনঝায় ৷

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে গতকাল (বুধবার) 70 বছর বয়সি ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম রোশনলাল লালজি খাত্রি ৷ খাবারের লোভ দেখিয়ে ওই অভিযুক্ত তার বাড়িতে শিশুটিকে নিয়ে যায় ৷ সেখানে শিশুটির সঙ্গে কু-কর্ম করা হয় ৷ তারপর ?শিশুটি বাড়ি ফিরে আসে ৷ বাড়ি ফিরে আসার পর তার পেটে ব্যথা শুরু হয় ৷ তারপরই সে মা-বাবাকে ঘটনাটি জানায় ৷ মেয়ের এরকম পরিস্থিতি দেখে তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার ৷ তখনই চিকিৎসকরা অবাক হন ৷ জানান, 5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে ৷

আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন

উনঝা পুলিশ স্টেশনের আধিকারিক রোমা ধাদুক বলেন, “নির্যাতিতার শিশুর বাবা, মা আমাদের কাছে আসে ৷ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে একটি মামলা দায়ের করা হয় ৷ আমরা ঘটনার তদন্ত করে, মেডিকেল রিপোর্ট এবং সাক্ষীদের বক্তব্য-সহ প্রয়োজনীয় সকল প্রমাণ সংগ্রহ করছি। সত্তর বছরের বৃদ্ধ রোশনলাল লালজি খাত্রিকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এবং আমরা দ্রুততার সঙ্গে ওর বিরুদ্ধে যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেব। শিশুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ৷

আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি

আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন