রুশ মিশাইল হামলায় কিভে ধ্বংস ভারতের ওষুধের গুদাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউক্রেনের রাজধানী কিভে ফের রুশ মিশাইল হামলা ৷ এই হামলায় ধ্বংস হয়ে গিয়েছে ভারতীয় ওষুধ সংস্থা ‘কুসুম’-এর গুদাম ৷ এমনটাই দাবি, দিল্লির ইউক্রেন দূতাবাসের ৷ হামলার বিষয়টি নিশ্চিত করে এক্স হ্যান্ডেলে শনিবার একটি পোস্ট করা হয়েছে দূতাবাসের তরফে ৷ হামলার কটাক্ষ করে ইউক্রেন দূতাবাসের দাবি, নয়াদিল্লিকে বরাবরই ‘বিশেষ বন্ধু’ বলে সম্বোধন করে রাশিয়া ৷ অথচ, ইউক্রেনের উপর মস্কোর একের পর এক হামলায় কার্যত বিধ্বস্ত সেদেশে ভারতের একাধিক ব্যবসা ৷

ইউক্রেনের দাবি, এর আগেও সেদেশে গড়ে ওঠা ভারতের একাধিক ব্যবসাকে লক্ষ্য় করে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে রাশিয়া ৷ এদিনের হামলায় কিয়েভের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রভাব পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলে দাবি ভারতীয় মিশনের ৷ যদিও হামলা প্রসঙ্গে আর কিছু জানা যায়নি ৷ তবে, হামলার বিষয়টি নিশ্চিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কিভে ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস ৷

তিনি জানান, এদিন কিভে অবস্থিত একটি ওষুধের গুদামের উপর ড্রোন হামলা চালায় রাশিয়া ৷ তিনি লেখেন, “ইউক্রেনের জনজীবন ধ্বংস করার রুশ প্রক্রিয়া অব্যাহত ৷ রুশ ড্রোন হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে কিভে একটি ওষুধের গুদাম ৷ গুরুত্বপূর্ণ এই গুদামে বৃদ্ধ ও শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ মজুত করে রাখা ছিল ৷”

ওষুধ সংস্থা ‘কুসুম’ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিশ্বের 29টি দেশে তাদের ব্যবসা রয়েছে ৷ তালিকায় রয়েছে ইউক্রেন, মলডোভা, উজবেকিস্তান, কাজাখস্তান, কেনিয়া, আইভরি কোস্ট, বেনিন, বুরকিনা ফাসো, ইথিয়োপিয়া, নাইজের, ক্যামেরুন, মালি এবং তানজানিয়া ৷ উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিভে ছিল সংস্থার গুদাম ৷

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইতি টানতে ক্রমশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্রুত চূড়ান্ত করার উদ্দেশ্যে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই সঙ্গে, ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ এমনকী, ইউক্রেনের উপর যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করা থেকেও বিরত থাকে আমেরিকা ৷ এরপর সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় মস্কো ৷

ইউক্রেনে সম্পূর্ণ যুদ্ধবিরতি চূড়ান্ত করার লক্ষ্যে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ ৷ সেই বৈঠকের পরই কিভের উপর হামলা চালায় মস্কো ৷ ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্য়ান্ড্রি সাইবিহার দাবি, দুই দেশের এই যুদ্ধে ইতি টানার ক্ষেত্রে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ৷ তিনি জানান, জেড্ডায় আয়োজিত বৈঠকে যুদ্ধবিরতি চূড়ান্ত করার লক্ষ্যে ইউক্রেনের তরফে মার্কিন শর্তে সম্মতি জানান হয় ৷ কিন্তু, একের পর এক শর্ত চাপিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে রাশিয়া ৷ ফলে, শান্তি বৈঠক ব্যর্থ হয়ে যায় ৷

সাইবিহার আরও দাবি, 11 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত ইউক্রেনের একাধিক এলাকায় বিভিন্ন প্রকারের 70টি মিশাইল, 2 হাজারেরও বেশি ড্রোন এবং 6 হাজারেরও বেশি গাইডেড এরিয়াল বোমা নিক্ষেপ করেছে রাশিয়া ৷ একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে শান্তি ফেরাতে চাইছে মস্কো বলে কটাক্ষ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী ৷

আরও পড়ুন:- ওয়াকফ অশান্তিতে থাকতে পারে বিজেপির এজেন্সির হাত, আশঙ্কা কুণাল ঘোষের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন