Bangla News Dunia, সারদা দে :- আমাদের চোখের সামনে প্রকৃতির এমন কিছু উপাদান রয়েছে যার গুনাগুন অপরিসীম। এক উপাদানকে বিভিন্নভাবে নানা কাজে লাগানো যায় । তার মধ্যে কলাপাতা অন্যতম। রান্নার মাধ্যম হিসেবে কলাপাতা ব্যবহার করা হয়ে থাকে। সবুজ এই প্রাকৃতিক উপাদানকে কোনো অনুষ্ঠানে কিংবা চড়ুইভাতিতে খাবার পাত্র হিসাবে ব্যবহার করার প্রথা বহুদিনের। কিন্তু এই কলাপাতার রূপচর্চাতেও যে ভূমিকা আছে তা অনেকেরই অজানা। সুস্থ ত্বক এবং প্রাণবন্ত চুলের জন্য কলাপাতা উপকারী। আজ জেনে নেবো রূপচর্চায় কলাপাতার ব্যবহার।
১. সবুজ কলাপাতা আমাদের ত্বককে ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বককে প্রাণবন্ত করে তোলে।
২. কলাপাতার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক কে বুড়িয়ে যেতে এবং ত্বকের বলিরেখা রোধে সাহায্য করে।
৩.ত্বকের ট্যান কমাতে সাহায্য করে কলাপাতার তৈরী ফেসপ্যাক।
আরো পড়ুন :- শরীরের ক্ষতিকারক পদার্থ দূর করতে মূলোর উপকারিতা জানুন
৪. বিভিন্নপ্রকার চর্মরোগ সারাতে সাহায্য করে কলাপাতা। এমনকি এগজিমার মতো চর্মরোগ নিরাময়েও কলাপাতার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
৫. চুলের খুশকি প্রতিরোধে কলাপাতা কার্যকরী।
৬. ঘুমের সমস্যা সমাধান করে কলাপাতা। কারণ এটি মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। এর ফলে নিদ্রাজনিত সমস্যা যেমন দূর হয় তেমনি চিন্তা শক্তি বাড়াতেও সাহায্য করে এই কলাপাতা।
৭. অ্যালানটয়েন নামক এক যৌগ উপাদান রয়েছে কলাপাতার মধ্যে যা প্রাণীদেহে নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি করে মেটাবলিজম ক্ষমতাকে বৃদ্ধি করে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
আরো পড়ুন :- শীতে কমলা লেবুর উপকারিতা গুলো জেনে রাখুন।
Highlights
১. খাবার পাত্র এবং রান্নার মাধ্যম হিসেবেই প্রাচীনকাল থেকে কলাপাতার ব্যবহার হয়ে আসছে।
২. ত্বক এবং চুলের যত্নে কলাপাতা ব্যবহার করা হয়।
#Banana leaves | #beuty tips|#skin care