Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহম্মদ শামির দুর্দান্ত পাঁচ উইকেট এবং তারপরে শুভমান গিলের অষ্টম ওডিআই সেঞ্চুরি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতীয় দলের জন্য তাঁরা দুজনই ছিলেন সবচেয়ে বড় নায়ক। ফলে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। গিলের অপরাজিত ইনিংস তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিকেও ছাপিয়ে গিয়েছে। এই ম্যাচে ৮ নম্বর ওডিআই সেঞ্চুরি করে একটি রেকর্ডও গড়েছেন গিল। সবচেয়ে কম সংখ্যক ইনিংস খেলে ৮টি সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি ৫৭ ইনিংস খেলে ৮টি সেঞ্চুরি করেছিলেন। ৮টি সেঞ্চুরি করতে বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও সচিন তেন্ডুলকর সময় নিয়েছিলেন যথাক্রমে ৬৮ ইনিংস, ৯৮ ইনিংস ও ১১১ ইনিংস।
এক সময় ৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর তারা ২২৮ রান করে। কিন্তু গিলের দাপুটে ইনিংসের সুবাদে ভারত ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করে। ২৩ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ম্যাচের আগে এটি ভারতের জন্য একটি বড় জয়।
আরও পড়ুন:- মহিলাদের জন্য সেরা 5 অনলাইন কোর্স। বাড়ি বসে শিখে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করুন
২২৯ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে ওপেনার রোহিত শর্মা (৪১ রান করেন) এবং গিল দারুণ শুরু করেন। দুজনেই ৯.৫ ওভারে ৬৯ রান যোগ করেন। রোহিত ফাস্ট বোলার তাসকিন আহমেদের বলে আউট হন। এরপর ১০ বল মোকাবিলা করে খাতা খোলেন বিরাট কোহলি। কিন্তু লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ফাঁদে পড়ে ২২ রানে আউট হন তিনি। শ্রেয়স আইয়ারের ১৫ রান করেই সাজঘরে ফিরে যান। দ্রুত ১৪৪ রানের মাথায় ৪ উইকেট খুইয়ে ভারতকে পাল্টা চাপে পড়ে যায় কিছুটা। ব্যাট হাতে অক্সার প্যাটেলও কিছু করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে আউট হন।
ব্যাট করতে নেমে কেএল রাহুল ভাগ্যের সাহায্য পান। তাঁর ক্যাচ ফেলে দেন জাকার আলি। কিন্তু এর পর তিনি স্টেবল হয়ে যান এবং ৪৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। গিল এবং রাহুল পঞ্চম উইকেটে ৮৭ রান যোগ করেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার আগে বল হাতে মহম্মদ শামি নিজের ফর্মে ছিলেন। ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়েছেন শামি। হর্ষিত রানা ও অক্সার প্যাটেল যথাক্রমে ৩টি ও ২টি উইকেট নেন।
আরও পড়ুন:- আঙুর শুধু জলে ধুলেই হয় না, ৩ উপায়ে পরিষ্কার না করলে মারণ রোগের বাসা বাঁধবে
আরও পড়ুন:- রেখা গুপ্তা কে? কেন তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করল BJP?