রেকর্ড পতন সোনার দামে , স্বস্তি ক্রেতাদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রেকর্ড পতন সোনার দামে | বুধবারে সোনার দাম একলাফে কমল অনেকটাই | এক্ষেত্রে কথাটা বিশ্বাস না হলেও এটাই সত্যি। কারণ এখন লকডাউনের পর থেকে সোনার দাম ছিল আকাশ ছোঁয়া। আর তার মধ্যেই যখন শোনা যায় কিছুটা হলেও দাম কমেছে সোনার, তখন মধ্যবিত্তের মুখে কিছুটা হলেও হাসি ফোটে বলে মনে হয়। কারণ এমনিতেই করোনা পরিস্থিতি যার ফলে অনেক মানুষ নিজেদের কাজ হারিয়ে ঘরে বসে আছে, এমন আর্থিক টানাপোড়েনের মধ্যে যখন দেখা যায় সোনার দাম আকাশ ছোয়া, তখন যেনো শেষ আশাটাও শেষ হয়ে যায়।

কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন সোনার আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির প্রভাব দেশের মধ্যে পড়েছে। এখন এই দুর্দিনে সোনা সব থেকে নিরাপদ ধাতু। এই কারণেই এর বিশ্বে চাহিদা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। কারণ এখন সবাই লগ্নী করতে ব্যস্ত। এদিকে সোনার দাম বৃদ্ধিতে সোনার ব্যবসায়ীদের একটা সময় মুখে হাসি ফুটতো। কিন্তু এই সময়ে তাদের মাথায় হাত। দেশে সোনা কেনার চাহিদা একেবারে ছিল তলানিতে। তাই তারাও কোনো কূল কিনারা পাচ্ছে না। কিন্তু এই সময়ের মধ্যে আজ খুশির খবর এটাই যে, কিছুটা হলেও কমেছে সোনার দাম।

দেখুন সোনার দাম —

আজ ২২ ক্যারেটের সোনার দাম অর্থাৎ ১০ গ্রামের দাম কমে হয়েছে ৫০,৭৫০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম / ১০ গ্রামের দাম- ৫৩,৪৫০ টাকা।

আগামীদিনে আরো কিছুটা কমতে পারে সোনার দাম। সেক্ষত্রে স্বস্তি পাবে মধ্যবৃত্ত ক্রেতারা।

Highlights

1. রেকর্ড পতন সোনার দামে 

2. সেক্ষত্রে স্বস্তি পাবে মধ্যবৃত্ত ক্রেতারা

#Gold #Market

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন