বেলডাঙ্গা: অবশেষে আশঙ্কাই সত্যি হল। মুর্শিদাবাদের বেলডাঙা লাগোয়া রেজিনগরের (Rejinagar) তকিপুরে ভয়াবহ বোমা বিস্ফোরণের (Bomb blast) ঘটনায় মৃত্যু হল এক দুষ্কৃতীর। মৃতের নাম ওসমান বিশ্বাস।
গতকাল অর্থাৎ শুক্রবার রাতে রেজিনগরে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনার পর থেকেই ওসমান বিশ্বাস নামে স্থানীয় ওই বাসিন্দার খোঁজ মিলছিল না। তবে দীর্ঘক্ষণ পর পুলিশের তৎপরতায় শনিবার মাঠের মধ্যে থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে কুখ্যাত দুই দুষ্কৃতীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল ওয়াজেদ করিম ও নবাব শেখ। পাশাপাশি ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে মজুদ করে রাখা প্লাস্টিকের জারিকেল ভর্তি বোমাও বাজেয়াপ্ত করেছে বম্ব স্কোয়াড। নিরাপত্তার প্রয়োজনে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। সব মিলিয়ে চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।
উল্লেখ্য, এদিন সকালে ওসমানের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। ওসমান বিশ্বাসের স্ত্রী সামিরা বিবির দাবি, শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ একটি বাইকে তিন জন এসে বাড়ি থেকে তাঁর স্বামীকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজনকে তিনি চিনতে পারলেও বাকি দুই জনের মুখ গামছায় ঢাকা ছিল।