Railway New Recruitment : দক্ষিণ-পূর্ব রেলওয়ে তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ১৭৮৫ টি। অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত ভারতীয় রেলে প্রস্তুতি নিচ্ছেন তারা অতিসত্বর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
আজকের প্রতিবেদনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শুন্য পদের নাম, কোন স্লটে কত কর্মী নিয়োগ করা হবে, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে এবং কতদিন নাগাদ চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
সম্পর্কিত পোস্ট
EWS সার্টিফিকেট এখন সহজেই! ১০% সংরক্ষণ সহ চাকরিতে বিপুল সুবিধা, এখনই আবেদন করে ফেলুন – WB EWS Certificate Application
পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা :
ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব শাখায় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে মূলত অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৭৮৫ টি। নিচে স্লট অনুযায়ী শূন্য পদের সংখ্যা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
স্লট ভিত্তিক শূন্য পদের সংখ্যা :
• খড়গপুর ওয়ার্কশপ ৩৬০ টি।
• সিগন্যাল ও টেলিকম (ওয়ার্কশপ)/ খড়গপুর ৮৭ টি।
• ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/ খড়গপুর ১২০ টি।
• এসএসই/(ওয়ার্ক) ইঞ্জিনিয়ারিং/ খড়গপুর ২৮ টি।
• ক্যারেজ ও ওয়াগন ডিপো/খড়গপুর ১২১ টি।
• ডিজেল লোকো শেড/ খড়গপুর ৫০ টি।
• সিনিয়র ডিইই(জি)/খড়গপুর ৯০ টি।
• টিআরডি ডিপো/ ইলেকট্রিক্যাল/ খড়গপুর ৪০ টি।
• ইএমইউ/ শেড/ ইলেকট্রিক্যাল/ টিপিকেআর ৪০ টি।
• ইলেকট্রিক লোকো শেড/ সাঁতরাগাছি ৩৬ টি।
• সিনিয়র ডিইই(জি)/চক্রধরপুর ৯৩ টি।
• ইলেকট্রিক ট্র্যাকশন ডিপো/চক্রধরপুর ৩০ টি।
• ক্যারেজ ও ওয়াগন ডিপো/চক্রধরপুর ৬৫ টি।
• ইলেকট্রিক লোকো শেড/ টাটা ৭২ টি।
• ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/সিনি ১০০ টি।
• ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/সিনি ৭ টি।
• এসএসই/৯ওয়ার্কস)/ইঞ্জিনিয়ারিং/ চক্রধরপুর ২৬ টি।
• ইলেকট্রিক লোকো শেড/বোন্দামুন্ডা ৫০ টি।
• ডিজেল লোকো শেড/বোন্দামুন্ডা ৫২ টি।
• সিনিয়র ডিইই(জি) /আদ্রা ৩০ টি।
• ক্যারেজ ও ওয়াগন ডিপো/আদ্রা ৬৫ টি।
• ডিজেল লোকো শেড / বিকেএসসি ৩৩ টি।
• ডিপো/ইলেকট্রিকাল/আদ্রা ৩০ টি।
• ইলেকট্রিক লোকো শেড/বিকেএসসি ৩১ টি।
• ইলেকট্রিক লোকো শেড/আরওইউ ২৫ টি।
• এসএসই (ওয়ার্কস) / ইঞ্জিনিয়ারিং/আদ্রা ২৪ টি।
• ক্যারেজ ও ওয়াগন ডিপো/রাঁচি ৩০ টি।
• সিনিয়র ডিইই(জি)/ রাঁচি ৩০ টি।
• টিআরডি ডিপো/বৈদ্যুতিক/রাঁচি ১০ টি।
• এসএসই(ওয়ার্কস)ইঞ্জিনিয়ারিং/রাঁচি ১০ টি।
বয়স সীমা :
দক্ষিণ পূর্ব রেলের তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদনের জন্য ০১.০১.২০২৬ অনুযায়ী চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :
শিক্ষাগত যোগ্যতা হিসেবে দক্ষিণ-পূর্ব রেলওয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন শূন্য পদ অনুযায়ী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম, দ্বাদশ, আইটিআই পাস হতে হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে হবে। তার জন্য আবেদনকারীকে দক্ষিণ পূর্ব রেলওয়র ভিজিট করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার, ফটো এবং সিগনেচার সাহায্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম-ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে শেষে আবেদন মূল্য প্রদান করতে হবে।
আবেদন মূল্য :
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন মূল্যের প্রয়োজন নেই। এছাড়াও উক্ত নিয়োগ প্রক্রিয়ার সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
আরও পড়ুন
Jio মাত্র ₹75 টাকায় দিচ্ছে আনলিমিটেড কলিং ও ডেটা, দেখুন বিস্তারিত – Jio Dhamaka Offer

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














