রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এইবার রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে।হ্যাঁ রেশন কার্ডের সঙ্গে এইবার শুধু আধার কার্ডের সংযুক্তিকরণ‌ই হবে না, একই সঙ্গে জুড়ে যাবে ব্যাংক একাউন্ট নাম্বার। কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সংযুক্তিকরণ করতে চাইছেন আর এজন্য‌ই রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

কেন্দ্রীয় খাদ্য‌ গণবন্টন মন্ত্রক‌ গত ২৮ শে ফেব্রুয়ারী কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবের কথা বলেন। এই প্রস্তাবে বলা হয় যে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করতে।

এই নয়া সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড যখন বিলি করা হবে তখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি (ekyc) ফর্ম ফিলাপ করার সঙ্গে সঙ্গে ‌ব্যাংক একাউন্টের তথ্য‌ও দিতে হবে‌। রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবে ও রেশন কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের তথ্য সংযুক্ত করে রাখবে।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

কিন্তু প্রশ্ন হচ্ছে এইরকম পদক্ষেপের কথা কেন বলা হচ্ছে? কেন এই সংযুক্তিকরণ? অনেকেই এই পদক্ষেপ নেওয়ার পিছনে কারণ হিসেবে ভেবে নিয়েছেন যে হয়তো ভবিষ্যতে রেশনে চাল, গম দেওয়ার বদলে তার মূল্য ধরে দেওয়া হবে?

উল্লেখ্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইন এখন প্রায় ৮১.৩৫ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি চাল বা গম দেয়।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন