রেশন কার্ডে নতুন নিয়ম ২০২৫ ! ফ্রি রেশন সামগ্রী পেতে জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

সরকার রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করেছে। এর ফলে বহু মানুষের কার্ড বাতিল হতে পারে যদি তারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করেন। এই নতুন নিয়ম গুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ ভুল বশত কার্ড বাতিল হলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এবং কার্ড বাতিল হলে আখেরে সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

রেশন কার্ডে বড় পরিবর্তন

সরকার নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ নিচের যে কোনও একটি শর্ত পূরণ করেন, তাহলে তার কার্ড বাতিল হতে পারে। যেমন – যাদের পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি, যাদের পরিবারের কেউ সরকারি চাকরিতে নিযুক্ত, ব্যক্তির নামে ৪ চাকা বা আরও বেশি দামী গাড়ি থাকলে, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে থাকলে, পাকা বাড়ি বা দুটি বাড়ির মালিক হলে।

আধার ও রেশন কার্ড লিংক বাধ্যতামূলক

বর্তমানে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতা মূলক করা হয়েছে। কারণ – এই কাজ না করলে রেশন তোলার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন, সিস্টেমে কার্ড অকার্যকর হয়ে যেতে পারে এবং অনেক দিন এই রকম চলতে থাকলে ভুয়ো রেশন কার্ড হিসাবে চিহ্নিত করে বাতিল করা হবে। রেশন ডিস্ট্রিবিউশনে স্বচ্ছতা আনার জন্য ই-পস (ePOS) মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু হয়েছে। এর মাধ্যমে – ভুয়ো পরিচয়ে রেশন তোলা সম্ভব নয়, কার্ড ধারীর উপস্থিতি ছাড়া রেশন তোলা যাবে না, রেশন নেওয়ার প্রতিটি লেনদেন রেকর্ডে থাকবে

কার্ড আপডেট না করলে ঝুঁকিতে পড়বেন

বহু পুরনো রেশন কার্ডে তথ্য এখনও হালনাগাদ বা আপডেট হয়নি। যেমন – ঠিকানা পরিবর্তন করে আপডেট না করা, নতুন সদস্য যোগ না করা বা মৃত সদস্য বাদ না দেওয়া, ছবি বা তথ্য অস্পষ্ট থাকলে নিকটস্থ রেশন অফিস বা অনলাইন পোর্টালের মাধ্যমে কার্ড আপডেট করুন। নইলে কখন দরকার হলে সমস্যার সম্মুখীন হতে হবে সকলের।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন