Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে রেশন কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি কোটি কোটি ভারতীয় নাগরিককে বিনামূল্যে খাদ্য সুরক্ষা প্রদান করে থাকে। বিশেষভাবে দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির জন্য এটি বেঁচে থাকার সবথেকে বড় সম্পদ।
কিন্তু সরকারের লক্ষ্য এই সুবিধার জন্যে যারা প্রকৃত উপযুক্ত, তাদের কাছেই পৌঁছে দেওয়া এবং রেশন সামগ্রীর কোনভাবেই অপব্যবহার না করা। সেই কারণে রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যা প্রতি রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরী।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
নতুন রেশন কার্ডের নিয়মে কী কী পরিবর্তন হল?
সরকার সম্প্রতি রেশন কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী সকল রেশন কার্ডধারীকে বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করতে হবে।যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি না করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে।
শুধু তাই নয়। পাশাপাশি জাল রেশন কার্ড চিহ্নিত করার জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে। অর্থাৎ, রেশন নিতে গেলে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে না, আধার যাচাইও বাধ্যতামূলক করতে হবে। এতে করে যারা অবৈধভাবে রেশন কার্ড ব্যবহার করতেন তারা আইনের আওতায় আসবে।
কারা কারা পাবেন এই সুবিধা?
রেশন কার্ডের এই নতুন নিয়ম অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা রেশন কার্ডের বিনামূল্যে সুবিধা উপভোগ করতে পারবেন-
- উপভোক্তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- বিপিএল পরিবারের সদস্য হলে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
- রাজ্যের নির্দিষ্ট আয়সীমার মধ্যে থাকতে হবে।
- নববিবাহিত দম্পতিরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- AAY ক্যাটাগরি অন্তর্ভুক্ত হলে অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হবে।
- রেশন কার্ডধারীর আধার নম্বর বাধ্যতামূলক সংযুক্ত করতে হবে।
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল, জলের বিল বা ভোটার কার্ড জমা দিতে হবে।
- আয়সীমা অনুযায়ী বিপিএল ও AAY ক্যাটাগরির জন্য শংসাপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
ই-কেওয়াইসি কিভাবে করবেন?
সরকার রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি রোধ করতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। এখন ঘরে বসেই আপনি ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম রাজ্য সরকারের রেশন কার্ড পোর্টালে যান।
- এবার লগইন করে ই-কেওয়াইসি অপশনে ক্লিক করুন।
- আধার নাম্বার এবং মোবাইল নাম্বার প্রবেশ করান।
- এবার মোবাইলে আসা ওটিপিটি যাচাই করুন।
- ওটিপি যাচাই সম্পন্ন হলে স্ক্রিনশট সংরক্ষণ করে রাখুন।
মনে রাখবেন, যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যেই ই-কেওয়াইসি না করে তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। একাধিকবার নিয়ম লঙ্ঘন করলে কার্ড বাতিল হয়ে যেতে পারে। সরকারের লক্ষ্য প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত করা। তাই নতুন নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী।