রোগা হওয়ার জনপ্রিয় ওষুধ Mounjaro (মৌনজারো) এবার ভারতে, কত দাম-কত ডোজ নিতে হবে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অ্যান্টি-ডায়াবেটিস ও স্থূলতার জনপ্রিয় ওষুধ Mounjaro (মৌনজারো) এবার ভারতের বাজারেও চলে এল।

মার্কিন যুক্তরাষ্ট্রের নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা Eli Lilly-র মৌনজারো ভারতের বাজারে বিক্রির ছাড়পত্র দিয়ে দিল দ্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।
টাইপ ২ ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধ মৌনজারো এবার ভারতে সিঙ্গল ডোজ পাওয়া যাবে। GIP ও GLP-1 হরমোনকে অ্যাক্টিভ করে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করবে ও খিদে নিয়ন্ত্রণ করবে।
Mounjaro কিন্তু প্রেসক্রিপশন ওষুধ। অর্থাত্‍ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কেনা যাবে না। প্রাপ্ত বয়স্ক, যাদের BMI ৩০ বা তার বেশি।

যে প্রাপ্ত বয়স্করা ওভার ওয়েট বা অতিরিক্ত ওজন ও অন্যান্য নানা শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের এই ওষুধ দিতে পারেন ডাক্তাররা।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

যে সব প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে, তাঁদের রক্তে সুগার কন্ট্রোল করতে ওই ওষুধ প্রযোজ্য হতে পারে।
Mounjaro ওষুধ ২.৫ মিলিগ্রাম ডোজ থেকে শুরু হয়, মাসিক খরচ ১৪ হাজার টাকা। সিঙ্গল ডোজ ২.৫ এমজি-র দাম ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া ৫ এমজি ইঞ্জেকশনের দাম ৪ হাজার ৩৭৫ টাকা।
সাধারণত সপ্তাহে একবার এই ইঞ্জেকশন রোগীকে প্রেসক্রাইব করতে পারেন ডাক্তাররা। এই ওষুধ হজম প্রক্রিয়া ধীর করে দেয়। ফলে অনেকক্ষণ পেট ভর্তি থাকার অনুভূতি হয়।
যাঁরা অতিরিক্তি খাবার খান এবং স্থূলতায় আক্রান্ত, তাঁদের খাওয়া কমে যায় ও ফ্যাট জমতে দেয় না শরীরে।

ভারতে বর্তমানে প্রায় ১০১ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যার মধ্যে প্রায় অর্ধেকের রক্তে শর্করার পরিমাণ সঠিক নিয়ন্ত্রণে নেই। স্থূলতা ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ এবং এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিদ্রা সংক্রান্ত নানা সমস্যার সঙ্গে সম্পর্কিত। ২০২৩ সালে, প্রায় ১০০ মিলিয়ন ভারতীয় স্থূলতার শিকার ছিলেন। ভারতে Mounjaro চালুর ফলে ডায়াবেটিস ও স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে রোগী ও চিকিৎসকদের জন্য একটি নতুন ও কার্যকর বিকল্প উন্মুক্ত হল।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন