Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তাঁর এক আত্মীয় তাঁকে নানাভাবে বিদ্রূপ করতেন। সফল চিকিৎসক হওয়ার জন্য দীর্ঘ সময় দিতে হয়। সেই সময়ে কেউ যে বিশাল অঙ্কের রোজগার করেন তা নয়। কিন্তু ক্রমে তিনি একজন সফল চিকিৎসক হয়ে উঠলে তাঁর রোজগারও বৃদ্ধি পায়।
সোশ্যাল মিডিয়ায় ওই চিকিৎসক জানান, তাঁকে তাঁরই এক আত্মীয় প্রায়ই বিদ্রূপ করতেন। হেয় করতেন। বলতেন তিনি চিকিৎসক হতে গিয়ে তাঁর পিতার অর্থ ব্যয় করছেন। যখন তিনি পিতার অর্থ ব্যয় করে চিকিৎসক হওয়ার লড়াই চালাচ্ছেন, তখন অন্যরা ভাল টাকা রোজগার করছেন।
এসব তিনি শুনতেন ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার উপায় ছিলনা। এরপর ক্রমে তিনি একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে ওঠেন। এখন তিনি বেঙ্গালুরু শহরের এক প্রতিষ্ঠিত হৃদরোগ বিশেষজ্ঞ। এবার তাঁকে তাঁর মাইনে নিয়ে প্রশ্ন করে যোগ্য উত্তর পেলেন ওই আত্মীয়।
সোশ্যাল মিডিয়াতেই ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি তাঁর ওই আত্মীয়কে জানিয়ে দিয়েছেন যে তিনি এখন বছরের শেষে যে টাকা কর প্রদান করেন, ওই আত্মীয়ের ২ ছেলের মিলিত বাৎসরিক আয়ের অঙ্কটা তার চেয়ে কম।
এ থেকেই অনুমেয় যে তিনি বিপুল অঙ্কের কর প্রদান করেন। আর যিনি করই বিপুল অঙ্কের প্রদান করেন, তাঁর বাৎসরিক আয়টা কত! ওই আত্মীয়কে এতদিনে যোগ্য উত্তর দিতে পেরে ওই চিকিৎসক যে খুশি হয়েছেন তা তাঁর পোস্ট থেকেই পরিস্কার।