Bangla News Dunia, Pallab : রোজভ্যালি কেলেঙ্কারিতে বড় খবর! ৪৫০ কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা, রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত লক্ষাধিক আমানতকারীর জন্য বড় খবর এসেছে।ওড়িশার বিশেষ পিএমএলএ (PMLA) আদালত নির্দেশ দিয়েছে, রোজভ্যালির বাজেয়াপ্ত ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (সুদ-সহ ৪৫০ কোটি টাকা) অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)-র অ্যাকাউন্টে জমা দিতে হবে।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
এরপর, আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষুদ্র আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরত দেওয়া হবে।
প্রতারিতদের সংখ্যা ও ক্ষতির পরিমাণ
প্রতারিত আমানতকারী: প্রায় ৬০ লক্ষ
প্রতারিত অর্থ: প্রায় ৩,৫০০ কোটি টাকা
বাজেয়াপ্ত সম্পত্তি: সংস্থার ২২টি হোটেল ও অন্যান্য সম্পদ
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
টাকা ফেরতের বর্তমান অবস্থা (Rose Valley Taka Return)
২২ কোটি টাকা ইতিমধ্যে ৩২,৩১৯ জন আমানতকারীকে ফেরত দেওয়া হয়েছে।
যাঁদের আমানতের পরিমাণ ২০০-১০,০০০ টাকার মধ্যে, তাঁরা অগ্রাধিকার পাবেন।
আবেদন গ্রহণের জন্য চালু হয়েছে সরকারি ওয়েবসাইট www.rosevalleyadc.com, যেখানে ৩১ লক্ষ আবেদন জমা পড়েছে।