লকডাউনের মধ্যেই দাম কমল সোনা-রুপোর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেশজুড়ে দুই দফায় টানা লকডাউন চলছে। আর এই টানা লকডাউনের মধ্যেই কিছুটা দাম কমল সোনা-রুপোর। লকডাউনের শুরু থেকেই প্রতিদিনই বাড়ছিল সোনার দাম। কিন্তু আজকে হঠাৎ সেই দাম অনেকটাই কমে গিয়েছে। আজকে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৭,২৫৪ টাকা থেকে বেশ কিছুটা কমে গিয়ে ৪৫,৬১৪ টাকা হয়েছে। গতদিনের তুলনায় যা কমেছে প্রায় ৩ শতাংশ। অর্থাৎ গত দিনের থেকে সোনার দাম কমেছে প্রতি গ্রামে ১৬৪০ টাকা।

[ আরো পড়ুন :- হলুদ -দুধে বাড়বে প্রতিরোধ ক্ষমতা ]

এদিন সোনার পাশাপাশি রুপোর দাম কমেছে বেশ কিছুটা। রুপোর দাম প্রতি কেজিতে কমেছে প্রায় ১.৪ শতাংশ। আজকে রুপোর দাম কেজি প্রতি কমে হয়েছে ৪৩,৬০০ টাকা। লকডাউনের মধ্যে সোনা রুপোর এই দাম কমার পিছনে ঘরোয়া বাজার ভালো হওয়া ও ডলারের তুলনায় টাকার দাম বৃদ্ধি প্রধানত এই দুটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তবে তারা এটাও বলেছেন এই দাম কমে যাওয়া বেশি দিন স্থায়ী হবে না।

[ আরো পড়ুন :- গোপনে পরমাণু পরীক্ষা করেছে চীন , বিস্ফোরক অভিযোগ আমেরিকার ]

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন