WB Lashmir Bhandar Update: মহিলাদের আর্থিক স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন, তারমধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা মাসিক ১০০০ টাকা ভাতা প্রদান করা হয়। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের মাসিক ১২,০০ টাকা ভাতা প্রদান করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির গুঞ্জন উঠেছে। অনেকের মতে বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের অনুদানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৮০০ টাকা হতে চলেছে। সামনে ২০২৬ বিধানসভা ভোট। আর এই ভোটের আগে মহিলাদের খুশি করতে রাজ্য সরকার উদ্যোগ।
রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মহিলাদের সার্বিক উন্নয়নে সর্বদাই সচেষ্ট। তাই ভোটের পাপমুহুর্তে মহিলাদের জন্য এমন সুযোগ। তবে সত্যিই কি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেতে চলেছে? টাকা বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পেতে চলেছে? কবে থেকে এটি কার্যকরী হতে পারে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদন।
সম্পর্কিত পোস্ট
অবশেষে ১৪,৯০০ পদে শিক্ষক ও গ্রুপ সি, ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – Teacher And Staff Recruitment

লক্ষী ভান্ডার প্রকল্প কি?
২০২১ সালের ১ লা সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার লক্ষীর ভাণ্ডার প্রকল্প (Laxmi Bhandar Scheme) সূচনা করেন। এই প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সমাজকল্যাণমূলক প্রকল্প, যা মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলা সদস্য, বিশেষ করে গৃহিণীদের হাতে কিছু নিয়মিত মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া, যাতে তারা পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নিতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদের মাসিক হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের মাসিক বারোশো টাকা প্রদান করা হয়।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন যোগ্যতা:
লক্ষী ভান্ডার প্রকল্পে সকলে আবেদন যোগ্য নয়, এখানে একমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর মহিলার বয়স হতে হবে ২৫ বছরের উর্ধ্বে। আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড থাকতে হবে।
লক্ষীর ভান্ডারে কত টাকা বারতে চলছে?
লক্ষীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা রাজ্যের সীমানা পেরিয়ে বহু দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের তুলনায় এই প্রকল্পের জনপ্রিয়তা অনেক বেশি। তাই রাজ্য সরকার কোন মতে প্রকল্পের জনপ্রিয়তা যাতে না কমে তার দিকে বিশেষ নজর দিচ্ছেন। আসন্ন বিধানসভা ভোট, আর এই ভোটের আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির খবর নিয়ে পুনরায় গুঞ্জন উঠেছে। বিগত ভোটের আগে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল, তাই অনেকে মনে করছে আসন্ন বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকার পুনরায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করতে চলেছেন। অনেকে মনে করছেন বর্তমানে সাধারণ মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যেখানে হাজার টাকা পেয়ে থাকেন তা বৃদ্ধি পেয়ে ১৫০০ টাকা হতে চলেছে। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা যেখানে বর্তমানে বারোশো টাকা পায় তা বৃদ্ধি পেয়ে ১৮০০ টাকা হতে চলেছে।
পরিশেষে বলা যায় লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে অনেকে মনে করছেন লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেতে চলেছে। তাদের মত অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাত শ্রেণীর মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন। তবে এই কথার সত্যতা কতটা রয়েছে তা আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে।
বিশেষ ঘোষণা : এই খবর সোস্যাল মিডিয়া মারফত পেয়ে রচনা করা হয়েছে। আমরা যাচাই করিনি। তাই অফিসিয়াল আপডেট ছাড়া এর কোনো ভিত্তি নেই।
আরও পড়ুন
রাজ্যে বিশ্ববিদ্যালয়ে অফিসার পদে নিয়োগ শুরু! বেতন লক্ষাধিক টাকা, ২৩ জেলা সুযোগ – WB University Officer Recruitment














