লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়ম! না মানলে জুলাই মাসে টাকা পাবেন না

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) টাকা পেতে হলে NPCI (National Payments Corporation of India) ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই ভেরিফিকেশন না থাকলে জুলাই মাস থেকে আর্থিক সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়ম মূলত স্কিমের স্বচ্ছতা ও সঠিক উপভোক্তা নির্বাচনের লক্ষ্যে চালু করা হয়েছে। অনেকেই এখনো জানেন না কীভাবে এই ভেরিফিকেশন করতে হয় কিংবা কী কী ডকুমেন্ট দরকার।

Lakshmir Bhandar Government Scheme 2025

আধার নম্বর ও ব্যাংক একাউন্ট ঠিকভাবে লিঙ্ক করানো আবশ্যক, কারণ NPCI প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা সরাসরি সেই একাউন্টে পাঠানো হয় যা আধারের সঙ্গে সংযুক্ত। আধার ও ব্যাংক একাউন্ট একে অপরের সঙ্গে সঠিকভাবে না থাকলে অর্থ স্থানান্তর ব্যাহত হবে এবং উপভোক্তা টাকা পাবেন না। আর এই নিয়ে নবান্নের তরফে রাজ্য সরকারের সকল দফতরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে ঢুকবে?

২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা যাঁদের মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে, এবং যারা সরকারি পেনশন বা স্থায়ী চাকরিতে নিযুক্ত নন, তাঁরাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন। আবেদনকারীর Swasthya Sathi কার্ড থাকা বাধ্যতামূলক। এই স্কিমের আওতায় যাঁরা রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্রও আবশ্যক আধার কার্ড, ব্যাংক পাসবুক, Swasthya Sathi কার্ড, এবং জাতিগত বা বাসিন্দা প্রমাণপত্র।

Laxmi Bhandar Scheme Update

নতুন নিয়মের ফলে স্বচ্ছতা যেমন বাড়ছে, তেমনি প্রকৃত উপকারভোগীরা সুবিধা পাচ্ছেন। এনপিসিআই ভেরিফিকেশন চালুর ফলে স্কিমের টাকা ডুপ্লিকেট একাউন্টে যাওয়া বা ভুলভাবে বিতরণের সম্ভাবনা কমে গেছে। জুলাই মাসে যাঁরা টাকা পেতে চান তাঁদের জুন মাসের মধ্যেই যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। এই নিয়মের ফলে উপকারভোগীদের আর্থিক সহায়তা সঠিক সময়মতো পৌঁছাবে এবং প্রকল্পের ওপর সরকারের নজরদারি আরও শক্তিশালী হবে।

আর এই ভেরিফিকেসন সরকারের তরফে করা হবে এই জন্য গ্রাহকদের কিছু করতে হবে না, কিন্তু ব্যাংকে একাউন্টের সঙ্গে আধার লিংক করানো না থাকলে এই প্রক্রিয়া ব্যহত হতে পারে। এখনকার মতো নিয়ম মেনে চললেই আপনি এই প্রকল্পের নিয়মিত উপকারভোগী হতে পারবেন। যারা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য জানেন না বা দেরি করছেন, তাঁদের এখনই উদ্যোগ নেওয়া উচিত, নাহলে জুলাই থেকে স্কিমের সুবিধা হারাতে পারেন।

আরও পড়ুন:- সিন্ধুর জল না পেলে পাকিস্তান যুদ্ধ করবে ভারতের সাথে, হুমকি বিলাওয়াল ভুট্টোর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন