লক্ষ্মীর ভান্ডারকে দশ গোল! এই প্রকল্পে মাসে 3000 টাকা পাবেন মহিলারা।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহিলাদের জন্য আসতে চলেছে নতুন প্রকল্প (Government Scheme). এতদিন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি ছিল আলোচনার শীর্ষে। আসন্ন ভোটের আগে সেই প্রকল্পটির আর্থিক সুবিধার পরিমাণও বাড়তে পারে। তবে এর মাঝে আরো একটি নতুন প্রকল্প আলোচনার কেন্দ্রে। অন্নপূর্ণা ভান্ডার নামক নতুন প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

New Government Scheme For Womens

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যার উদ্দেশ্য ছিল মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের আর্থিক ভাবে লাভবান ও স্বাবলম্বী করে তোলা। প্রত্যেক মাসেই তাই মহিলাদের নামে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পৌঁছোয়। তাঁদের ব্যাংক একাউন্টে পৌঁছে যায় টাকা।

কিছুদিন পর বিধানসভা নির্বাচন। আর তৃণমূল সরকারের তুরুপের তাস এই লক্ষ্মীর ভাণ্ডার। অতএব রাজ্য সরকার যে প্রকল্পের ভাতা বৃদ্ধি করতে পারে সেটা আগের থেকেই ধারণা করা যায়। এখন এই প্রকল্পের আওতাভুক্ত মহিলারা প্রতিমাসে ১০০০ টাকার আর্থিক সাহায্য পান। সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পান ১২০০ টাকার আর্থিক সাহায্য।

লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে অন্নপূর্ণা ভান্ডার

এদিকে, পশ্চিমবঙ্গে মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর এবার বিজেপিও রাজ্যের মহিলাদের জন্য ঘোষণা করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্প। যে প্রকল্পটিকে ২০২৬ সালের নির্বাচনের আগে বিজেপির গুরুত্বপূর্ণ কৌশল স্বরূপ মনে করা হচ্ছে। ২০২৬ সালের ভোটের মুখে বিজেপি সরকারের এই সিদ্ধান্ত চারিদিকে হইচই ফেলে দিয়েছে।

মহিলারা প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা!

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটিতে মহিলারা পাবেন তুলনামূলক বেশি আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারে ১০০০ ও ১২০০ টাকা দেওয়া হয়। সেখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটিতে নাকি প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়া হতে পারে। যেই সিদ্ধান্ত শুনে দারুন খুশি হয়েছেন মহিলারা।

উপসংহার

বিজেপির তরফে একটি সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, তাঁরা ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবেন। শুভেন্দু অধিকারীও এই বিষয়ে সম্মতি দিয়েছেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিতেও আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে চলেছে বলে খবর। যদিও এই বিষয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:- আমরা সবাই জানি ফলের রাজা আম, কিন্তু ফলের রানী ? সেটা আবার কি ? কোথায় পাওয়া যায় ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন