লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে নতুনদের – জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন, কিন্তু টাকা পাননি এখনো? তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর! অবশেষে জানা গেলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসতে পারে, তার দিনক্ষন ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

গতকাল নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের আদলে আরও একটি সরকারি কর্মসূচি চালু করেন, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি বুথকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। রাজ্যের প্রায় ৮০,০০০ বুথের মানুষ, আমাদের পাড়া আমাদের সমাধান সেন্টারে নিজেদের মতামত জানাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, ৩টি বুথ একত্র করে একটি করে সেন্টার বা ক্যাম্পের আয়োজন করা হবে। এই ক্যাম্পগুলিতে দুয়ারে সরকার ডেস্কও থাকবে, যেখানে নাগরিকরা তাঁদের ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, ২ আগস্ট, ২০২৫ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চালু হচ্ছে। এরজন্য রাজ্য সরকার প্রায় ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

এদিন নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে আমাদের পাড়া আমাদের সমাধান – সরকারি প্রকল্প ঘোষণা করার সময় বলেন, “কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখেছেন এখনো পাননি, যেটা আমরা করতে পারি। সেগুলো ডিসেম্বর – জানুয়ারিতে আমরা করে দিবো, যেমন – লক্ষ্মীর ভান্ডার সহ কিছু আছে।”

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন