লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করল সরকার, নতুন নিয়ম চালু

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দরিদ্র ও অভাবী মানুষদেরকে সাহায্য করবার জন্য ভারত সরকার রেশন কার্ড সিস্টেমের মাধ্যমে একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। তবে এই নিয়ম চক্রে পড়ে লাখ লাখ রেশন কার্ড (Ration Card ) বাতিল হয়ে যাবে বলে আশঙ্কায় আছেন সাধারণ মানুষ। দেশের খাদ্য নিরাপত্তার দিকটি নিশ্চিত করবার জন্য এই নিয়মের ফলে একদিকে যেমন কম মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে তেমনি রেশন কার্ড পেতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও যোগ্যতা রয়েছে যা আবশ্যিকভাবে পালন করতে হবে।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

নতুন এই নিয়ম গুলি না জানলে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। ‌ চলুন জেনে নেওয়া যাক নতুন এই নিয়ম গুলি কী কী ?

যোগ্যতা ও নিষেধাজ্ঞা

1) সম্পত্তির সীমা ‌

কোন‌ও একজন ব্যক্তির নামে ‌ ১০০ বর্গমিটারের বেশি সম্পত্তি অর্থাৎ ফ্ল্যাট/ প্লট বা বাড়ি থাকলে তাকে রেশন কার্ড (Ration Card) দেওয়া যায় না।

2) যানবাহনের বিধি নিষেধ

যদি আবেদনকারী ব্যক্তির একটি চার চাকার গাড়ি অথবা ট্র্যাক্টর থাকে তাহলে রেশন কার্ড (Ration Card) পাওয়া যায় না।

3) সরকারি চাকরিজীবী

যদি পরিবারের সদস্যদের মধ্যে কেউ সরকারি চাকরিজীবী থাকেন তবে সে রেশন কার্ডের (Ration Card) জন্য আবেদন করতে পারবে না।

4) আয়ের সীমা

রেশন কার্ডে (Ration Card ) আবেদনের জন্য পারিবারিক আয়ের একটি সীমা নির্ধারিত করা হয়েছে।

গ্রামের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম এবং শহরে পরিবার পিছু ৩ লাখ টাকার বেশি হওয়া উচিত নয় এটা হলে সে রেশন কার্ডে আবেদন করতে পারবে না।

5) আয়কর ও অস্ত্র লাইসেন্স

আয়কর প্রদানকারী এবং লাইসেন্স প্রেরিত অস্ত্রধারীরা রেশন কার্ড (Ration Card ) পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।

রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে আসলে দরিদ্র অভাবী মানুষকে স্বল্পমূল্য অথবা বিনামূল্যে খাদ্যদ্রব্য এবং সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

ভারত সরকার সেই কারণে রেশন কার্ড সিস্টেমে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

রেশন কার্ড পেতে কী কী করনীয়

1) KYC আপডেট-

রেশন কার্ড (Ration Card ) পাওয়ার জন্য KYC আপডেট করতে হবে

2) আধার লিঙ্ক-

রেশন কার্ডের(Ration Card ) সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে।

3) মাসিক সংগ্রহ-

রেশন কার্ড (Ration Card ) বাতিল হওয়া এড়াতে প্রত্যেক মাসের রেশন প্রত্যেক মাসেই নিশ্চিত করে তুলে নিতে হবে।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন