লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে, এই কাজ না করলে আপনার কার্ড বাতিল হতে পারে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

কেন্দ্র এবং রাজ্য সরকার গুলির তরফ থেকে দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো রেশন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে স্বল্প মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। তবে, সম্প্রতি রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে, যা না জানলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। সরকার রেশন কার্ডের সাথে eKYC করা বাধ্যতামূলক করেছে, এবং এই প্রক্রিয়া সম্পন্ন না করার ফলে লক্ষ লক্ষ মানুষের রেশন কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

কেন এই eKYC বাধ্যতামূলক করা হলো ?

সরকারের এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য হলো রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতি রোধ করা। অনেক অসাধু ব্যক্তি জাল রেশন কার্ড তৈরি করে অন্যায়ভাবে সরকারি সুবিধা ভোগ করছিল। এই ধরনের জালিয়াতি বন্ধ করতে এবং সঠিক সুবিধাভোগীদের কাছে প্রকল্পের লাভ পৌঁছে দিতেই eKYC বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে, যে সমস্ত কার্ড জাল বা নিষ্ক্রিয়, সেগুলি সহজেই চিহ্নিত করে বাতিল করা সম্ভব হচ্ছে।

eKYC না করলে কী হবে?

সরকারের নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সমস্ত রেশন কার্ড হোল্ডার eKYC প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের কার্ডগুলি প্রথমে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে। এর ফলে, তারা আর রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই নিয়ম কার্যকর হয়েছে এবং লক্ষ লক্ষ কার্ড বাতিল করা হয়েছে। তাই, আপনি যদি এখনও আপনার রেশন কার্ডের eKYC না করে থাকেন, তবে অবিলম্বে তা সম্পন্ন করুন।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন