লঞ্চ হল নতুন Vivo V60 5G স্মার্টফোন। ট্রিপল ক্যামেরা সেট আপ। দাম শুনলে চমকাবেন!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে লঞ্চ হলো নতুন ও অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টফোন Vivo V60 5G. আগের চাইতে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে এই নতুন মডেলটিকে। যার ডিজাইন, পারফরম্যান্স সবেতেই থাকছে চমক। ফোনটির সমস্ত ফিচার সম্পর্কে ডিটেলসে জানলে অবাক হবেন আপনিও। ডিসপ্লে, ক্যামেরা, স্টোরেজ সব ক্ষেত্রেই আপগ্রেডেশনের ছোঁয়া। আর দাম রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

Vivo V60 5G Smartphone Specifications

ভারতে লঞ্চ হওয়া Vivo V60 5G স্মার্টফোনটি এখন সবচেয়ে বেশি চর্চিত স্মার্টফোনগুলির মধ্যে একটি। Vivo ভারতে তাদের জনপ্রিয় V-সিরিজের নতুন মডেল Vivo V60 5G লঞ্চ করে সবাইকে কার্যত চমকে দিয়েছে। মোবাইলের ফিচারে দারুন উন্নতি করা হয়েছে। স্মার্টফোনটির (Vivo Smartphone) ডিজাইনও দারুন আকর্ষণীয়। ফোনটি উপলব্ধ হবে তিনটি রঙে। যথা, অসপিসাস গোল্ড, মিস্ট গ্রে এবং মুনলিট ব্লু।

Vivo V60 5G Smartphone Camera

এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Zeiss অপ্টিক্সের সহায়তায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে থাকছে একটি ৫০MP মেগাপিক্সেলের Sony IMX766 (OIS সহ) মেইন সেন্সর, আর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা -ওয়াইড ও ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 টেলিফটো লেন্স। যেটি ৩x অপটিক্যাল পর্যন্ত জুম করতে সক্ষম। এছাড়াও দুর্দান্ত সেলফি অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০MP ফ্রন্ট ক্যামেরা। যা OIS সমর্থিত।

Vivo V60 5G Smartphone Display

এই স্মার্টফোনে থাকছে ৬.৭৭ ইঞ্চির 1.5K QC AMOLED ডিসপ্লে। যা একাধারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট করছে আর সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেসকেও সমর্থন করে থাকে। যার ফলে রোদে দাঁড়িয়ে ভিভো V60 ফোনটি যদি ব্যবহারও করেন তাও এই স্মার্টফোনের স্ক্রিন ভিজ্যুয়াল স্পষ্ট দেখা যাবে। এর পাশাপশি স্ক্রিনে সুরক্ষা দেওয়ার জন্য এতে ব্যবহার করা হয়েছে Diamond Shield Glass।

Vivo V60 5G Smartphone Storage

এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের স্টোরেজ। ফোনটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই ফোনে সফটওয়্যার হিসেবে Android 15-ভিত্তিক FunTouch OS 15 ব্যবহৃত হয়েছে। Vivo স্মার্টফোন ৪টি মেজর OS আপডেট আর ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

Vivo V60 5G Smartphone Bettery

স্মার্টফোনটিতে থাকছে ৬৫০০mAh উন্নত ব্যাটারি পাওয়ার আর সঙ্গে ৯০ওয়াটের ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি। ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০–৭০% চার্জ নিয়ে নেয়। IP68 ও IP69 রেটিংয়ের ফলে ফোনটি জল, ধুলো, থেকেও সুরক্ষিত থাকে। আরও উন্নত ফিচারের মাধ্যমে স্মার্টফোনটি টিভি এবং অন্যান্য ডিভাইস গুলিকে রিমোট কন্ট্রোলের সুযোগ দেয়।

Vivo V60 5G Smartphone Price

বর্তমানে এই স্মার্টফোনটি ভারতে চারটি ভ্যারিয়েন্টে এসেছে। যার মধ্যে একটি হল ৮জিবি+১২৮জিবি স্টোরেজ যুক্ত। যার দাম রাখা হয়েছে ₹৩৬,৯৯৯ টাকা। একটি ৮জিবি+২৫৬জিবি স্টোরেজ যুক্ত। যার দাম রাখা হয়েছে ₹৩৮,৯৯৯ টাকা। এছাড়াও আছে ১২জিবি +২৫৬জিবি স্টোরেজ যুক্ত। যার দাম রাখা হয়েছে ₹৪০,৯৯৯ টাকা। আর একটি ১৬জিবি+৫১২জিবি স্টোরেজ নিয়ে, যার দাম রাখা হয়েছে ₹৪৫,৯৯৯ টাকা।

উপসংহার

ফোনটির ডিজাইন ও আধুনিক ফিচারের জন্য এটি সর্বত্র চর্চিত। আপনি চাইলে এই ফোনটি আগামী ১৯ আগস্ট থেকে পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন স্টোর যেমন Vivo India e-store, আর Flipkart, Amazon-এ। এছাড়াও ফোনটি মিলবে নির্বাচিত অফলাইন রিটেল স্টোরেও।

আরও পড়ুন:- জয়েন্টে ব্যথা হতে পারে ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার লক্ষণ ! কম করতে খান এগুলি

আরও পড়ুন:- পুজোর আগেই বিরাট খবর! প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, কারা পাবেন ? জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন