Bangla News Dunia, Pallab : ভারতে লঞ্চ হলো নতুন ও অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টফোন Vivo V60 5G. আগের চাইতে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে এই নতুন মডেলটিকে। যার ডিজাইন, পারফরম্যান্স সবেতেই থাকছে চমক। ফোনটির সমস্ত ফিচার সম্পর্কে ডিটেলসে জানলে অবাক হবেন আপনিও। ডিসপ্লে, ক্যামেরা, স্টোরেজ সব ক্ষেত্রেই আপগ্রেডেশনের ছোঁয়া। আর দাম রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
Vivo V60 5G Smartphone Specifications
ভারতে লঞ্চ হওয়া Vivo V60 5G স্মার্টফোনটি এখন সবচেয়ে বেশি চর্চিত স্মার্টফোনগুলির মধ্যে একটি। Vivo ভারতে তাদের জনপ্রিয় V-সিরিজের নতুন মডেল Vivo V60 5G লঞ্চ করে সবাইকে কার্যত চমকে দিয়েছে। মোবাইলের ফিচারে দারুন উন্নতি করা হয়েছে। স্মার্টফোনটির (Vivo Smartphone) ডিজাইনও দারুন আকর্ষণীয়। ফোনটি উপলব্ধ হবে তিনটি রঙে। যথা, অসপিসাস গোল্ড, মিস্ট গ্রে এবং মুনলিট ব্লু।
Vivo V60 5G Smartphone Camera
এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Zeiss অপ্টিক্সের সহায়তায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে থাকছে একটি ৫০MP মেগাপিক্সেলের Sony IMX766 (OIS সহ) মেইন সেন্সর, আর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা -ওয়াইড ও ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 টেলিফটো লেন্স। যেটি ৩x অপটিক্যাল পর্যন্ত জুম করতে সক্ষম। এছাড়াও দুর্দান্ত সেলফি অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০MP ফ্রন্ট ক্যামেরা। যা OIS সমর্থিত।
Vivo V60 5G Smartphone Display
এই স্মার্টফোনে থাকছে ৬.৭৭ ইঞ্চির 1.5K QC AMOLED ডিসপ্লে। যা একাধারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট করছে আর সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেসকেও সমর্থন করে থাকে। যার ফলে রোদে দাঁড়িয়ে ভিভো V60 ফোনটি যদি ব্যবহারও করেন তাও এই স্মার্টফোনের স্ক্রিন ভিজ্যুয়াল স্পষ্ট দেখা যাবে। এর পাশাপশি স্ক্রিনে সুরক্ষা দেওয়ার জন্য এতে ব্যবহার করা হয়েছে Diamond Shield Glass।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট