লস এঞ্জেলসের পর দাবানলের গ্রাসে দক্ষিণ কোরিয়া, পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, ঘরছাড়া বহু

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : চলতি বছরই দাবানলে (Wildfire) পুড়েছে লস এঞ্জেলস (Los Angeles)। এবার ভয়াবহ ছবি সামনে এল দক্ষিণ কোরিয়ার (South Korea)। পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল। ক্রমশ ছড়াচ্ছে আগুন। ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘরছাড়া বহু মানুষ। তাঁদের অন্যত্র সরানো হয়েছে।

আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

গত শুক্রবার রাজধানী সিওল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গিয়ংসাং প্রদেশের সানচেংয়ে প্রথম আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ছড়াচ্ছে আগুন। এখনও পর্যন্ত ১ হাজার ৪৬৪ হেক্টরেরও বেশি জমি পুড়ে গিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয়। শনিবার উত্তর গিয়ংসাং প্রদেশের ইউইসিয়ং, উলসান শহরের উলজু এলাকা এবং দক্ষিণ গিয়ংসাংয়ের গিমহেতেও দাবানল ছড়িয়ে পড়ে। কখনও শুষ্ক আবহাওয়া, আবার কখনও হাওয়ার দাপট থাকায় আগুন নেভাতে বেশ বেগ হতে হচ্ছে দমকলকর্মীদের। এরকম দাবানল দক্ষিণ কোরিয়ায় নতুন কিছু নয় বলে মনে করছেন পরিবেশবিদরা।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন