Bangla News Dunia, Pallab : ভারতবর্ষের লাখ লাখ মানুষ এলআইসির গ্রাহক। এলআইসির পলিসি (LIC Policy) কিনেছেন। আর এই সকল মানুষদের জন্য সংস্থা এবার এক দারুণ অফার এনেছে। এতদিন বিমার প্রিমিয়াম দেরিতে দিলে একটা লেট ফি কাটা হত। কিন্তু এবার সংস্থা জানিয়েছে, বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। যদি বীমার প্রিমিয়াম দেরিতে দেন তাও সংস্থার তরফে কোন লেট ফি কাটা হবে না।
আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO
LIC Policy Revival Scheme 2025
দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সারা দেশজুড়ে সম্প্রতি চালু করেছে একটি স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন (LIC Policy Revival Scheme). আর এই ক্যাম্পেইনের মাধ্যমে আগের চাইতে আরও অনেক বেশি সুবিধা পাবেন এলআইসি পলিসির (LIC Policy) পলিসিহোল্ডাররা।
পলিসিহোল্ডাররা এবার খুব সহজেই তাঁদের বিমা পলিসি (LIC Policy) পুনরায় চালু করতে পারেন। ১৮ অগাস্ট থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন। চলবে আগামী ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এলআইসির সমস্ত ধরনের পলিসিহোল্ডারদের জন্যই এই ক্যাম্পেইন প্রযোজ্য।
কিভাবে পাবেন লেট ফি মুকুব করার সুবিধা?
ভারতবাসী তাঁদের প্রয়োজন অনুসারে জীবনবীমা (Life Insurance) সহ বিভিন্ন ধরনের বীমা করে থাকেন। নির্দিষ্ট সময় অনুসারে সেই বিমার পলিসি (LIC Policy) জমা করতে হয়। যদি সময় পেরিয়ে যায়, সেক্ষেত্রে লেট ফি কাটা হয়ে থাকে। তবে এবার সেই দুশ্চিন্তা থেকে মুক্তি। সমস্ত গ্রাহকদের জন্য জরুরী উদ্যোগ নিয়েছে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC).