Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চুলকানির সমস্যা বহু মানুষের রয়েছে। কিছু মানুষ নিজের ত্বকের যত্ন নেন না। তবে মাথায় রাখতে হবে যে সামনেই আসতে চলেছে শীতকাল। এই সময়ে দাঁড়িয়ে আপনাকে সতর্ক হয়ে যেতেই হবে। কারণ এই সময় ত্বক হয়ে যাবে শুষ্ক। এর থেকে সমস্যা বাড়বে। তবে এখন আর চিন্তার কিছু নেই। কারণ কিছু ঘরোয়া উপায়ে চুলকানি থেকে মেলে মুক্তি।
শরীরের খোলা জায়গা থেকে গোপন স্থলেও চুলকানি হতে পারে। চুলকানির ঠিকমতো চিকিৎসা না হলে যে তা পরে বাড়তে পারে।
অনেকে আবার একটা বড় ভুল করে ফেলেন। তাঁরা আবার চুলকানির মলম নিজের বুদ্ধিতে কিনে লাগান। এটা ত্বকের জন্য খারাপ। তাই বরং ঘরোয়া উপায়ে চুলকানি কমানো যেতে পারে। দেখুন একনজরে —
১. তেল মাখতে পারেন চুলকানি কমাতে
ত্বক ফেটে গেলে বা শুষ্ক হলে চুলকাতে পারে। এই পরিস্থিতিতে আপনি তেল মাখলে সেই সমস্যা কমবে।
আরো পড়ুন :- FREE-তে ল্যাপটপ দিচ্ছে সরকার, আপনি APPLY করেছেন ?
২. ময়েশ্চারাইজ মাখলেও চুলকানি কমে।
চুলকানি কমিয়ে দিতে পারে ময়েশ্চারাইজার। দেখা গিয়েছে বিভিন্ন ময়েশ্চারাইজার ত্বকের শুষ্কভাব কাটিয়ে দেয়।
৩. নিম দারুণ কার্যকরী চুলকানি সারাতে।
নিমের গুণের শেষ নেই। এই পাতার রয়েছে কিছু অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। নিম পাতা চুলকানির জায়গায় দিলে দ্রুত সমস্যা মিটে যেতে পারে।
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
৪. হলুদও কার্যকরী চুলকানি কমাতে। অন্যতম সেরা অস্ত্র। এবার দেখা গিয়েছে যে হলুদ পারে আপনার বহু সমস্যার সমাধান করে দিতে। এমনকী চুলকানি কমায়।
তবে মনে রাখবেন, চুলকানির সমস্যা ফেলে রাখা যাবে না। কারণ চুলকানি ফেলে রাখতে আদতে সমস্যা বাড়ে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !