‘লাথো কে ভূত…’, মুর্শিদাবাদ হিংসায় চিকিৎসা বাতলে দিলেন যোগী !

By Bangla News Dunia Dinesh

Published on:

yogi adityanath

Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে ফের মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Jogi Adityanath)। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভের জেরে পুলিশকে আক্রমণ, বাড়ি-গাড়ি দোকানপাট ভাঙচুর, এমনকী প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে। যার জেরে ভিটেমাটি ছাড়া হতে হয় বহু মানুষকে। এর প্রতিবাদেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলা জ্বলছে’ এবং মুখ্যমন্ত্রী ‘নীরব’। তিনি আরও বলেছেন যে ‘ডান্ডা’- হল ‘হামলাকারীদের একমাত্র চিকিৎসা’।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

উত্তরপ্রদেশের (Uttar pradesh) হরদইতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ জানান, ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতি ২-৩ দিন অন্তর উত্তরপ্রদেশে দাঙ্গা হত। হামলাকারীদের একমাত্র চিকিৎসা হল ডান্ডা। আপনি দেখতে পাচ্ছেন, বাংলা জ্বলছে। মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাকারীদের ‘শান্তিদূত’ বলছেন।’ হামলাকারীদের মোকাবিলার পথ বাতলাতে গিয়ে আদিত্যনাথ একটি হিন্দি প্রবাদের আশ্রয় নেন। তিনি বলেন, ‘লাথো কে ভূত, বাতো সে কাহা মাননে ওয়ালে হ্যায়’ (যারা কেবল মারধরের ভাষা বোঝে তারা কথায় বোঝে না)’। এই ধরনের নৈরাজ্য দ্রুত নিয়ন্ত্রণ করা উচিত বলে জানান তিনি।

যোগীর আরও অভিযোগ, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বাংলার হিংসা নিয়ে নীরব। তারা (হামলাকারী) হুমকির পর হুমকি দিচ্ছে। তারা নির্লজ্জভাবে বাংলাদেশে যা ঘটেছে তা সমর্থন করছে। যদি তারা বাংলাদেশকে পছন্দ করে, তাহলে তাদের সেখানে যাওয়া উচিত। কেন তারা ভারতের উপর বোঝা হয়ে উঠছে?’

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন