লাদাখে চিনের দাদাগিরি মানবে না ভারত, হুঙ্কার মোদীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত সীমান্ত ঘেঁষা ২টি নতুন কাউন্টি (জেলা) তৈরির কথা ঘোষণা করেছে চিন। সেদেশের সরকারি সংবাদমাধ্যমের দাবি, হেয়ান ও হেকাং নামে ওই দুই কাউন্টির প্রশাসনিক সদর দপ্তর তৈরি হবে হোতান শহরে। উত্তর-পশ্চিম চিনের একাংশে গড়ে ওঠা কাউন্টি ২টির মানচিত্রে ভারতের লাদাখের কিছু এলাকাকে যুক্ত করা হয়েছে। চিনের সাম্প্রতিক ‘প্ররোচনা’র কড়া জবাব দিয়েছে ভারত। লোকসভায় এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, ভারতীয় এলাকাকে যুক্ত করে চিনের নতুন মানচিত্র তৈরির বিষয়ে অবগত ভারত। ইতিমধ্যে এ ব্যাপারে কূটনৈতিক স্তরে চিন সরকারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

লাদাখে চিনের আগ্রাসী রণকৌশলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ভারত সরকার কখনও ওই এলাকায় চিনের দখলদারিত্বকে মেনে নেয়নি। ভবিষ্যতেও মেনে নেওয়ার প্রশ্ন নেই। আমরা চিন সরকারের কাছে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছি।’ ২০২০-তে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছিল ভারতীয় ও চিনা সেনা। ওই ঘটনার পর প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) জুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে দু’পক্ষ। নিয়ন্ত্রণরেখার দু-পারে মোতায়েন করা হয়েছিল বিরাট বাহিনী। কোর-কমান্ডার স্তরের টানা আলোচনার পাশাপাশি বিদেশমন্ত্রী ও শীর্ষস্তরেও বৈঠকে জট কাটানোর চেষ্টা চলেছে। শেষপর্যন্ত কিছুদিন আগে দু-তরফে সেনাপ্রত্যাহারের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা হয়। সেই মতো এলএসির অধিকাংশ এলাকা থেকে বাড়তি বাহিনী সরিয়ে নিয়েছে ভারত ও চিন।

সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে এক সাক্ষাৎকারে চিনের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যে সাধুবাদ জানিয়েছিল চিনা বিদেশমন্ত্রক। এই পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে ভারতের বিদেশ প্রতিমন্ত্রীর বিবৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন