লাল গ্রহের অনবদ্য কিছু ছবি প্রকাশ করল নাসা , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লাল গ্রহের অনবদ্য কিছু ছবি প্রকাশ করল নাসা। চন্দ্র অভিযানের পর পৃথিবীর মহাকাশচারীদের পরের লক্ষ্য লাল গ্রহ মঙ্গল। ইতিমধ্যেই লাল গ্রহের উদ্দেশ্যে বেশ কয়েকটি মহাকাশ যান পাঠিয়েছে নাসা। সেই মহাকাশ যানে পাঠানো যন্ত্রগুলি থেকে অনবরত ছবি ও তথ্য পাঠানো হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীদের। এবার সেরকমই কয়েকটি রঙিন ছবি নেটজনতার সাথে ভাগ করে নিল নাসা। আর ভাগ করার সাথে সাথেই নেট দুনিয়াতে ভাইরাল হল ছবিগুলি।

আজ থেকে ১৫ বছর আগে নাসা লাল গ্রহের উদ্দেশ্যে Mars Reconnaissance orbiter নামের একটি উপগ্রহ পাঠিয়েছিল। যার কাজ ছিল এই গ্রহের জলবায়ু, খনিজ ও অন্যান্য তথ্য পৃথিবীর বিজ্ঞানীদের কাছে পাঠানো। পাঠানোর পর থেকেই এই যন্ত্রের তোলা একের পর এক ছবি বিজ্ঞানীমহলে সাড়া ফেলে। অরবিটার তিনটি ক্যামেরা দিয়ে অনবরত লাল গ্রহের ছবি তোলে। যাদের মধ্যে একটি হল হাইরাইজ। এই যন্ত্রটি জুম করে মঙ্গলের পৃষ্ঠদেশের সূক্ষ ও রঙিন ছবি নিতে সক্ষম। এই ছবি এখনো পর্যন্ত এই গ্রহের ধ্বস, ধূলিকনা ও একাধিক প্রাকৃতিক পরিবেশের ছবি তুলেছে।

শুধু ছবি তুলতেই নয় এই অরবিটার রোভার ও কিউরিওসিটির মত ছবি পাঠাতেও সক্ষম। পাশাপাশি এটি নিজেকে উল্টো করে পৃথিবী ও মঙ্গলের উপগ্রহ ফোবোস এর ছবিও নিতে পারে। এখনো পর্যন্ত এই হাইরাইজ প্রায় ৬৯ লাখ ছবি পাঠিয়েছে নাসাকে। যার আয়তন ১৯৪ টিবি (টেরাবাইট) এর বেশী। নাসা ও অ্যাআরিজোনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে  লাল গ্রহের ছবি দেখার জন্য সাধারণ মানুষকে সুযোগ করে দিয়েছে। এর জন্য শুধু uahirise.org তে খুলতে হবে একাউন্ট।

Highlights

1. লাল গ্রহের অনবদ্য কিছু ছবি প্রকাশ করল নাসা

2. এর জন্য শুধু uahirise.org তে খুলতে হবে একাউন্ট

#Mars #NASA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন