Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কৃষকদের থেকে ভুট্টা কিনে, তা থেকে বিভিন্ন রকমের খাদ্যপণ্য এবং রাসায়নিক দ্রব্য তৈরি করে রিগাল রিসোর্সেস লিমিটেড। ভারত ও বিদেশের বিভিন্ন সংস্থাকে সেই সব পণ্য সরবরাহ করে কলকাতার এই সংস্থা। দেশের দুই স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্তির জন্য আইপিও এনেছে রিগাল রিসোর্সেস। মঙ্গলবার থেকেই এর সাবস্ক্রিপশন শুরু হয়েছে। এবং বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে। এই সংস্থার আইপিও-তে লগ্নি নিয়ে কী পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ থেকে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা?
Regaal Resources IPO
আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৩৬০ কোটি টাকা তুলবে রিগাল রিসোর্সেস লিমিটেড। এর মধ্যে ২১০ কোটি টাকা উঠে আসবে ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে এবং বাকি ৯৬ কোটি টাকা উঠে আসবে শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে। এই সংস্থার প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৯৬ টাকা থেকে ১০২ টাকা।
Regaal Resources IPO subscription status
রিগাল রিসোর্সেস লিমিটেডের আইপিও-র দ্বিতীয় দিনের সাবস্ক্রিপশন চলছে বুধবার। এ দিনে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই আইপিও কিনতে ১৪.১৪ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে রিটেল ইনভেস্টরা আবেদন করেছেন ১২.৯৩ গুণ। এই তথ্যই বুঝিয়ে দিচ্ছে এই সংস্থার আইপিও কিনতে লগ্নিকারীদের মধ্যে কতটা চাহিদা রয়েছে।
Regaal Resources IPO GMP
গ্রে মার্কেট থেকেও ভালো সাড়া পেয়েছে রিগাল রিসোর্সেস লিমিটেডের আইপিও। বুধবার এই আইপিও-র গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল ২৫ থেকে ২৭। মঙ্গলবারের তুলনায় এই অঙ্ক বেড়েছে। অর্থাৎ এক্সচেঞ্জ লিস্টিংয়েই এই শেয়ারের দাম বাড়তে পারে প্রায় ২৫ টাকার বেশি। অর্থাৎ এই সংস্থার শেয়ার হাতে এলে প্রথমদিনেই লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে লগ্নিকারীদের সামনে।
এই প্রবণতা দেখে একাধিক ব্রোকারেজ সংস্থা এবং বাজার বিশেষজ্ঞ এই আইপিও-তে লগ্নির পরামর্শ দিয়েছেন। লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্টের রিসার্চ প্রধান অংশুল জৈন এই আইপিও ‘সাবস্ক্রাইব’ করতে পরামর্শ দিয়েছেন। তিনি মনে করছেন এই সংস্থার কাঁচামাল সংগ্রহ করে অনেক কম দামে। যা তাদের লাভের অঙ্ক বাড়াতে সাহায্য করেছে। দীর্ঘমেয়াদি লগ্নির জন্য এই আইপিও সাবস্ক্রাইব করতে বলেছেন তিনি। বাজার বিশেষজ্ঞ আনন্দ রাঠিও একই পরামর্শ দিয়েছেন।
এ ছাড়া আরিহান্থ ক্যাপিটাল মার্কেট, বিএনকে সিকিউরিটিজ়, বিপি ইক্যুইটিজ়, কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটিজ়, রিলায়েন্স সিকিউরিটিজ়, স্বস্তিকা ইনভেস্টমেন্টের মতো একাধিক সংস্থা এই আইপিও ‘সাবস্ক্রাইব’ করতে পরামর্শ দিয়েছে।
(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- 5 টাকার নোট থাকলে পাবেন 6 লক্ষ টাকা, কীভাবে তা সম্ভব? জেনে নিন
আরও পড়ুন:- এটাই দেশের সবথেকে সস্তা SUV, একদম জলের দরে, জেনে নিন দাম