Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি সপ্তাহে প্রাইমারি মার্কেটে আছড়ে পড়ছে আইপিও-র ঢেউ। একাধিক সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলছে। স্টক মার্কেট ডাউন থাকায় লগ্নিকারীদের একাংশ আইপিও-র দিকে বেশি ঝুঁকছেন। এর জেরে অধিকাংশ আইপিও-ই ওভারসাবস্ক্রাইবড। মঙ্গলবার থেকে আদিত্য ইনফোটেক লিমিটেড নামের এক সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছে। এই আইপিও-তে লগ্নি কতটা লাভজনক হতে পারে? এ ব্যাপারে কী জানাল বিভিন্ন ব্রোকারেজ সংস্থা?
Aditya Infotech IPO important Date
আদিত্য ইনফোটেক লিমিটেডের আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছে ২৯ জুলাই মঙ্গলবার থেকে। ৩১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে লগ্নির জন্য আবেদন গ্রহণ। এই সংস্থার শেয়ার অ্যালোকেশন হবে ১ অগস্ট। অর্থাৎ ওই দিনই কারা এই শেয়ারের মালিকানা পাবেন তা স্পষ্ট হবে। ৪ অগস্ট, অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার।
Aditya Infotech IPO Size
আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে আদিত্য ইনফোটেক লিমিটেড। এর মধ্যে ৫০০ কোটি টাকা উঠে আসবে ৭৪ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে। ১ কোটি ১৯ লক্ষ শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে ৮০০ কোটি টাকা তুলবে এই সংস্থা।
Aditya Infotech IPO Price Band
আইপিও-র জন্য প্রাইস ব্যান্ড আগেই ঘোষণা করেছিল আদিত্য ইনফোটেক। এর প্রতি শেয়ারের দাম ৬৪০ টাকা থেকে ৬৭৫ টাকা। ২২টি শেয়ারের লট হিসেবে এই আইপিও-তে লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা।
Aditya Infotech IPO GMP
মঙ্গলবার আদিত্য ইনফোটেকের আইপিও-র গ্রে মার্কেট প্রিমিয়াম ২১৭ টাকা। অর্থাৎ লিস্টিংয়ে এই সংস্থার শেয়ার দর ইস্যু প্রাইসের থেকে ২১৭ টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ ৩০ শতাংশ বেশি দামে লিস্টিংয়ের সম্ভাবনা রয়েছে। তার মানে এই স্টকে লগ্নি করলে প্রথম দিনেই বিপুল অঙ্কের লাভ আসতে পারে লগ্নিকারীদের ঝুলিতে।
Aditya Infotech IPO: Apply or not?
আদিত্য ইনফোটেকের আইপিও-তে লগ্নি নিয়ে পরামর্শ দিয়েছে একাধিক ব্রোকারেজ সংস্থা। স্বস্তিকা ইনভেস্টমেন্ট এই আইপিও ‘সাবস্ক্রাইব’ করার পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে ওই সংস্থার প্রধান শিবানি ন্যায়তি বলেছেন, ‘ইলেক্ট্রনিক্স সিকিউরিটি এবং নজরদারি সংক্রান্ত প্রোকাক্ট তৈরি করে এবং সার্ভিস দেয়। গত অর্থবর্ষে এই সংস্থার EBITDA বেড়েছে ৮.২৭ শতাংশ। লিস্টিংয়ে লাভ বা দীর্ঘমেয়াদি লগ্নির জন্য এই স্টকে নজর রাখতে পারেন।’
ফিনোক্র্যাট টেকনোলজির ডিরেক্টর গৌরব গোয়েল জানাচ্ছেন, ইলেক্ট্রনিক্স নজরদারি ইন্ডাস্ট্রিতে আদিত্য ইনফোটেকের নিশ্চিত ভাবে প্রথম সারিতে রয়েছে। দীর্ঘমেয়াদে এই সংস্থার ভবিষ্যত নিয়েও আশাবাদী তিনি। জিএমপি থেকে বিপুল লাভের ইঙ্গিত মিললেও এখনই এই আইপিও-তে লগ্নি করার পক্ষপাতী নন তিনি। ব্রোকারেজ ফার্ম বাজার ব্রোকিংও এই আইপিও-তে ‘সতর্কতার সঙ্গে লগ্নি’র পরামর্শ দিয়েছে।
(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- কৃষকদের জন্য সুখবর, রাজ্য দিচ্ছে ২৯৩০ কোটি টাকা, কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে ? জেনে নিন
আরও পড়ুন:- মাত্র ২০ হাজারেই এই দেশ ঘুরে আসা সম্ভব , কী ভাবে প্ল্যান করতে হবে? জেনে নিন














