Bangla News Dunia, Pallab : শনিবার দক্ষিণ লেবাননে ইজরায়েলের গোলাবর্ষণ ও বিমান হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁদের দেশ একটি ‘নতুন যুদ্ধে’র দিকে এগিয়ে চলেছে। সূত্রের খবর, দক্ষিন লেবাননের ২ টি শহরে গোলাবর্ষণ করা হয়েছে। এছাড়াও সীমান্ত লাগোয়া অপর ৩ টি শহরে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
অপর দিকে ইজরায়েলের তরফে জানানো হয়েছে যে, শনিবার লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইজরায়েলের দিকে। লেবাননের ছোড়া ৩ টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইজরায়েল। এর জবাবেই পালটা গোলাবর্ষন শুরু করে ইজরায়েলি সেনা। দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলাও চালিয়েছে তাঁরা। উল্লেখ্য, প্যালেস্তাইনের সশস্ত্র জঙ্গী গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি সমাপ্ত হওয়ার কিছুদিনের মাথাতেই এই হামলার ঘটনা ঘটল।