লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, বিক্ষোভ কংগ্রেস সাংসদদের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill)। বুধবার বিল পেশ করলেন বিজেপি (BJP) সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। সংসদে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এদিকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভার বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

বিল নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে সংঘাত শুরুতেই। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। এদিন সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলবে ৮ ঘণ্টা। তারপর এটির ওপর ভোটাভুটি হবে।

রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে পারে বৃহস্পতিবার। এদিন মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, ওয়াকফ বোর্ডে স্বচ্ছতা আনতেই এই বিল। তাঁর আরও দাবি, সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন