লোন নিয়ে পরিশোধ না করলে, EMI না দিলে বন্ধ হবে মোবাইল ফোন, আধার ও প্যান কার্ড

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

বেশিরভাগ মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে ব্যাংক থেকে ব্যক্তিগত লোন (Personal Loan) নিয়ে থাকেন। কিন্তু যথাসময়ে লোন পরিশোধ করেন না। তাই এবার গৃহীত হলো কড়া নিয়ম। কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে যদি, প্রতিমাসের কিস্তি বা EMI বা লোন পরিশোধ না করা হয়, তাহলে ব্যক্তির প্যান কার্ড ও ক্রেডিট স্করের উপর প্রভাব পড়তে পারে।

RBI Rules For Instant Personal Loan

তথ্য বলছে, বিগত কয়েক বছরে NPA এসেট বৃদ্ধি পাওয়ায়, আর তার সঙ্গে ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাওয়ায়, রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর লোনের টাকা তোলা ও লোন রিপেমেন্টের নিয়ে কড়া নির্দেশ দেয়। তবে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি কড়া নিয়ম চালু করেছে। তাই যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন অথবা লোন নিয়ে কিস্তিতে জিনিস কিনেছেন বা কিনবেন, তাঁদের উপর সেই নিয়মের প্রভাব পড়বে।

লোন নিয়ে সঠিক সময়ে পরিশোধ করতে না পারলে কী ঘটবে?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যে নতুন নিয়ম জারি করেছে, তাতে আপনার মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে তার প্রভাব এমনকি ব্যক্তির ক্রেডিট স্কোরেও (CIBIL Score) দীর্ঘস্থায়ী দাগ পড়তে পারে। যদি আপনি লোন নিয়ে সঠিক সময়ে পরিশোধ না করেন, তাহলে ভবিষ্যতে কেউ আপনাকে লোন দিতে অস্বীকার করতে পারে (EMI Failure). নতুন নিয়মে লোন ডিফল্টের ক্ষেত্রে ঋণদাতারা ব্যক্তির মোবাইল লক করে ফেলতে পারবে। তবে শুধু লকই নয়, আপনার ফোনকে নিয়ন্ত্রণও করতে পারবে।

ঋণ নিলে আপনার ফোনে থাকবে নতুন অ্যাপ

এবার যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত ঋণ (Personal Loan) নিয়ে কিছু কিনতে যান, তাহলেই ঋণদাতা সংস্থা ব্যক্তির মোবাইলে একটি অ্যাপ ইন্সটল করিয়ে দেবে। এই অ্যাপের মাধ্যমে আপনার লোন অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, EMI প্রদান, আগাম জমা, পার্সোনাল লোন পরিশোধ প্রভৃতি। এছাড়াও এই অ্যাপ যদি মোবাইলে থাকে তাহলে স্প্যাম কলের মাধ্যমে জালিয়াতি সম্ভাবনা কমবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন