Bangla News Dunia, সারদা দে :- ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হল ফিজিক্স ,কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল ল্যাবরেটারী নিয়ে ২ বছরের ডিপ্লোমা । বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর। নিজের বায়োডাটা এবং সেল্ফ এটাস্টেড মার্ক শিটস ,এবং অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট নিয়ে নিম্নোক্ত স্থানে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
আরো পড়ুন :- সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো SBI !
Venue : Thalassaemia Control Unit of Calcutta School of Tropical Medicine
Walk-in Date & Time: 04 Dec 2020 10:00 a.m. – 01:00 p.m
Notification Date: 20th November 2020
Remuneration : ₹16860/- per month
No. of vacancy : 01
আরো পড়ুন :- SSB-তে পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !