শতাধিক চিনা সেনা রাশিয়ার পক্ষে লড়ছে, দাবি জেলেনস্কির !

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কথা বললেও কাজের ক্ষেত্রে উলটোটা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুদ্ধের ময়দানে অন্য দেশকেও টেনে আনছেন। উত্তর কোরিয়ার পর এবার মস্কোর হয়ে লড়াইয়ে নেমেছে চিনারা, এমন দাবি-ই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বুধবার তিনি জানান, দেড়শতাধিক চিনা রুশ ফৌজের হয়ে লড়ছে। তাদের দু’জনকে ডনেৎস্ক অঞ্চলে বন্দি করেছে ইউক্রেনীয় সেনা।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন বন্দি দুই চিনা নাগরিককে মুক্তি দিতে প্রস্তুত। বিনিময়ে রাশিয়ায় আটক ইউক্রেনীয় বন্দিদের মুক্তি দিতে হবে ক্রেমলিনকে। এইভাবে ইউক্রেনের বিরুদ্ধে ভিন দেশকে জড়ানো যে ভুল হচ্ছে তা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘এটা রাশিয়ার দ্বিতীয় ভুল। প্রথমটা ছিল উত্তর কোরিয়া।’ একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। তাতে সামরিক পোশাকে হাত বাঁধা অবস্থায় এক চিনা নাগরিককে দেখা গিয়েছে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বহু চিনা নাগরিককে রাশিয়া নিয়োগ করেছে, জেলেনস্কির এই দাবি নস্যাৎ করে দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেছেন, ‘চিন সবসময় নাগরিকদের লড়াইয়ের এলাকা থেকে দূরে থাকতে বলে।’ কিভের দাবি অনুযায়ী ধৃত চিনা নাগরিক সম্পর্কে তথ্য যাচাই করছে বেজিং। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন