Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শনিবারে শনি দেবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। শনির দোষ থেকে মুক্তি পেতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে শিবের সঙ্গে সঙ্গে শনিদেবের পূজা ও কিছু প্রতিকার করলে শনিদেবের অশুভ প্রভাব কমতে শুরু করে। আসুন জেনে নিন শনিবার কী কী ব্যবস্থা নেওয়া উচিত —
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
শনিবার শনিদেবের পুজো করা বিশেষ উপকারী। এই দিনে অভাবী মানুষকে দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং তার অশুভ প্রভাব কমে যায়।
শনিবারে শিব পুজো বিশেষ ফলদায়ক। এই দিনে কাপড়, জুতা-চপ্পল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি অভাবী লোকদের দান করলে শনি দোষের হ্রাস হয়।
এই দিন হনুমানের ও ভগবান নরসিংহের পুজোর রীতি রয়েছে। এদের পুজো করলে পুণ্য ফল বৃদ্ধি পায়। স্কন্দপুরাণ অনুসারে শনিবারে শনি, নরসিংহ ও রামভক্ত শ্রী হনুমান এই তিন দেবতার পুজো করলে সব ধরনের সমস্যা দূর হয়।
এই দিনে ভগবান শিবের অবতার পিপ্পলাদ, ভৈরব এবং রুদ্রাবতার শ্রী হনুমানের পুজো করলে শনির অশুভ প্রভাব কমে যায়। এই দিন অভাবীকে বস্ত্র, খাবার এবং জুতা দান করা উচিত এতে শুভ ফল পাওয়া যায়।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)