শনিদেবের কৃপায় ভাগ্য উদয় হবে বেশ কিছু রাশির ! জানুন সেই রাশি গুলি সম্পর্কে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। ওই রাশিতেই বক্রি হতে চলেছেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৭ জুন শনি বক্রি হবেন। ওই সময় থেকে তাঁদের জীবনে সব সমস্যা কেটে যাবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। জানুন সেই সব রাশি গুলি সম্পর্কে —

আরো পড়ুন :- মঙ্গলের গোচরে তৈরি হয়েছে বিশেষ ষড়ষ্টক যোগ ! প্রভাবিত হবে বেশ কিছু রাশি

মেষ রাশি – শনির কৃপায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মেষ রাশির। চাকরিতে আপনি যে কাজ করবেন, সেজন্য প্রশংসিত হবেন। ধনলাভ হবে। আয়ের নয়া উৎস তৈরি হবে। কাজে সাফল্য লাভ করবেন। বিবাহিত জীবন সুখকর হবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে।

বৃষ রাশি – শনির আশীর্বাদে আর্থিক অবস্থা মজবুত হবে। বেশি পরিশ্রম করতে হবে না, তাতেই মিলবে সাফল্য। লেনদেনের জন্য অত্যন্ত শুভ সময়। বিনিয়োগ করলে লাভবান হবেন। চাকরি এবং ব্যবসায় সাফল্যের যোগ তৈরি হচ্ছে। মান-সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন রাশি – শনির কৃপায় আর্থিক সমস্যা কেটে যাবে। চাকরি এবং ব্যবসায় শুভ সময় কাটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিথুন রাশির জন্য এই সময়টা ভালো হবে। আপনি যে কাজ করবেন, তাতে প্রশংসা মিলবে। আর্থিক উন্নতির প্রবল যোগ তৈরি হবে। বন্ধুর সহযোগিতা লাভ করবেন।

ধনু রাশি – শনির কৃপায় ধনু রাশির ভাগ্যোদয় হবে। অর্থলাভ হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পারিবারিক জীবন সুখকর হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। বিনিয়োগ করলে লাভবান হবেন। চাকরিতে সাফল্য লাভ করবেন।

আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)

প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)

বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন