শনিবারেও ‘মারমুখী’ দিলীপ ! বললেন, ‘চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব’

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : ফের বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। রাস্তা উদ্বোধনে গিয়ে এক মহিলাকে ‘বাপ’ ‘চোদ্দ পুরুষ’ ইত্যাদি শব্দে আক্রমণ করেন বিজেপি নেতা। তবে এই মন্তব্য নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নয় বিজেপি নেতা। উলটে শনিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘যা বলেছি, ঠিক বলেছি। বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।’

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

গতকাল খড়্গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি সেখানে যেতেই, স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে দেখে প্রশ্ন করেন, ‘আপনি হঠাৎ করে রাস্তা উদ্বোধন করতে কেন এসেছেন? সারা বছর আপনাকে দেখা যায় না।’ একথা শুনে মেজাজ দেখিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, ‘টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।’ তিনি পাল্টা বলেন, ‘আপনি বাপ তুলে কেন কথা বলছেন?’ প্রাক্তন সাংসদের গলায় জোর এনে বলেন, ‘চোদ্দোপুরুষ তুলব। বেশি ন্যাকামি করছে। টাকা দিয়েছি। ভিখারি পার্টি নই। চেঁচাবে না। গলা টিপে দেব।’

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

এদিন সকালে খড়্গপুর চা চক্রে বসে গতকালের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আমি মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখেই কথা বলেছি। আজও বলছি, খড়্গপুরে (Kharagpur) দাঁড়িয়ে বলছি, এই রকমের বেয়াদবি যদি কেউ করতে আসে, সে যে পার্টির হোক, বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব। সে যত বড় নেতাই হোক। দিলীপ ঘোষ কারও বাপের খায় না। কারও জমিদারিতে পা দেয় না। রাজনীতি করতে হলে ভদ্র ভাবে কর। ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কী ভাবে সিধে করতে হয়।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন