শনির দশায় জর্জরিত ? সমস্যা থেকে মুক্তি পেতে নিয়ম মেনে করুন বজরঙ্গবলীর পুজো

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  ভগবান রামের এক নিষ্ঠ ভক্ত তিনি। তিনি বায়ু দেবের পুত্র। হিন্দু পূরণে হনুমানজীকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। হনুমানজী পবন নন্দন হিসাবে পূজিত হন। হিন্দু মতে পবন নন্দন বজরংবলী সমস্ত বাধা থেকে মুক্তি দান করেন। শনির দোষ কাটাতে মঙ্গলবার কিছু নিয়ম মেনে করুন বজরংবলীর পুজো –

জ্যোতিষ মতে , শনির দোষ কাটাতে প্রতি শনি ও মঙ্গলবার বজরংবলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করা উচিত। এছাড়া তামার পাত্রে দুধ , বস্ত্র , তেল , ফুল , ফল , ধুপ কাঠি , প্রদীপ বা মোমবাতি , সিঁদুর , নারকেল , নৈবদ্য আপনার সাধ্যমতো জিনিস দিয়ে হনুমানজির পূজা করুন। সমস্ত বাধা বিপত্তি কাটাতে বজরংবলীর আরাধনা করুন।

আরো পড়ুন :- জানুন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম ও উপকারিতা

আপনি যদি বাড়ির মন্দিরে বজরংবলীর পুজো করেন তবে তার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিন। তার পর বজরংবলীর পুজো করুন। বজরংবলীকে অবশই সিঁদুরের তিলক লাগাবেন।

Hanuman

 

বজরংবলীর পুজোতে লাল বা হলুদ ফুল প্রদান করবেন। পুজোর প্রসাদ  হিসাবে লাড্ডূ অর্পণ  করতে পারেন। পুজো শেষে হনুমান চালিশা পাঠ করুন। পুজোর পরে প্রসাদ বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। শনির দোষ থেকে মুক্তি পেতে বজরংবলীর আরাধনা খুবই ফল দায়ী।

আরো পড়ুন :- জীবনের সকল দুর্দশা থেকে মুক্তি পেতে রবিবার মেনে চলুন এই নিয়ম গুলি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন