Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুসারে একটা নির্দিষ্ট সময় পর পর গ্রহদের রাশি পরিবর্তন হয়, তার ফলে একাধিক রাশিতে প্রভাব পড়ে। এদিকে, বর্তমানে গ্রহরাজ শনিদেব রয়েছেন কুম্ভ রাশিতে। এর পরের সপ্তাহে শনি ও কুম্ভের বন্ধুত্বের ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ। যার প্রভাব কম বেশি সব রাশিতেই পড়তে চলেছে।
৬ মে মিথুনে রয়েছে শুক্রের প্রবেশ। আর শনি আর শুক্রের বন্ধুত্বের অবস্থানের ফলে ৩০ বছর পর নবপঞ্চম রাজ যোগ তৈরি হচ্ছে এই দুই গ্রহের যুতির ফলে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির মানুষরা লাভের মুখ দেখতে চলেছেন —-
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করবে শুক্র ! প্রেম জীবনে বিপুল উন্নতি বেশ কিছু রাশির
মেষ রাশি :- বিদেশ যাত্রার হঠাৎ সুযোগ চলে এলে অবাক হবেন না। এই সময় ব্যবসায়ীদের ভালো অর্থ লাভ হবে। নতুন আয় বা রোজগারের রাস্তা খুলে যেতে পারে। সাহস ও পরাক্রমের দ্বারা রাস্তা খুলে যেতে পারে।
বৃষ রাশি :- নবপঞ্চম রাজযোগ বৃষ রাশির মানুষের জন্য শুভ প্রতিপন্ন হতে পারে। এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে। যাঁদের রোজগার এই সময় নেই, তাঁরা পেতে পারেন রোজগারের সুযোগ। যাঁরা রোজগারহীন তাঁরা পেতে পারেন রোজগারের সুযোগ।
মিথুন রাশি :- যেকোনও কাজে পাবেন ভাগ্যের সহযোগিতা। এই সময় ব্যাক্তিত্ব আগের থেকে অনেকটাই ভালো হবে। এই সময় আধ্যাত্মের আশ্রয় নিলে মনের আনন্দ পাবেন। ব্যক্তিত্ব আগের থেকে ভালে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগের থেকে বেশি ভালো ফল করবেন। নতুন সম্পর্ক হলে সুখের মুখ দেখবেন।
আরো পড়ুন :- মে মাসে রাশি পরিবর্তন করবে একাধিক গ্রহ ! ফলে ভাগ্য খুলবে ৪টি রাশির
আরো পড়ুন :- জ্যোতিষশাস্ত্র মতে অস্ত যাচ্ছে বুধ ! ভাগ্য বদলে যাবে ৩টি রাশির
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)