শপিং মলে দাউ দাউ আগুন ! পুড়ে মৃত অন্তত ৬০

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পূর্ব ইরাকের (Iraq) আল-কূট শহরের একটি শপিং মলে (Shopping Mall)  বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। পুড়ে মৃত্যু হল অন্তত ৬০ জনের। জখম একাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

মাত্র সপ্তাহখানেক আগেই খোলা হয়েছিল মলটি। পাঁচতলা বিল্ডিংটিতে হঠাৎই আগুন লেগে যায়। অনুমান, মলের প্রথম তলাতে প্রথম দেখা যায় আগুন। সম্ভবত সেখানকার একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়েছে বলে খবর। মুহূর্তে তা ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় সেখানে উপস্থিত বহু মানুষ আটকে পড়েন। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। ভিডিওয় দেখা গিয়েছে, আগুন গ্রাস করছে ওই বহুতলের একাধিক ফ্লোর। আগুনের লেলিহান শিখার তীব্রতাতেই স্পষ্ট দুর্ঘটনার ভয়াবহতা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ওয়াসিত প্রদেশের গভর্নর মহম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, ‘আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সেই তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে জানানো হবে।’ ইতিমধ্যে ওই মল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন