শরীরে দাদের সমস্যায় জর্জরিত ! দেখুন দ্রুত মুক্তির পথ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দাদ একটি ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত সমস্যা যা শরীর, নখ, মাথা বা ত্বকের নানা অংশে আক্রমণ করে। এই প্রদাহ মাথায় ত্বকে পৌছালে গুরুতর আকার ধারণ করতে পারে। এমন কিছু উপসর্গ হল- চুলকানি, লালচে ও ফোলাভাব, গোলাকার ছোপ যা জ্বালাপোড়া করে এবং রস চুইয়ে পড়া।

যা খুবই সংক্রমন করে। তাই দ্রুত সমস্যা সমাধানে প্রাকৃতিক বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। দেখুন একনজরে —–

১. দাদ সহ আরও ত্বকের সমস্যার প্রাকৃতিক সমাধান অ্যলোভেরা। জেল বের করে নিয়ে সরাসরি মাথার ত্বকের প্রয়োগ করতে হবে। সারা রাত মাথায় মাখিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে হবে। দাদ সেরে যাওয়া পর্যন্ত প্রতিদিন ব্যবহার করতে হবে।

avilo home

২. গবেষণা বলছে অ্যাপল সাইডার ভিনিগারে থাকা ফাঙ্গাসরোধী উপাদান জটিলতা পুরোপুরি সারিয়ে তুলতে পারে। দিনে তিন থেকে পাঁচবার পরিষ্কার তুলায় অ্যাপল সাইডার ভিনিগারে ডুবিয়ে আক্রান্ত স্থানে সরাসরি প্রয়োগ করতে হবে।

৩. ট্রি টি অয়েলে থাকা ফাঙ্গাসরোধী এবং অ্যান্টিসেপটিক উপাদান দাদ পুরোপুরি সারাতে সক্ষম। ভালো ফল পেতে তেলটি হালকা গরম করে নিতে পারেন।

৪. কাঁচা পেঁপেতে থাকা জৈব রাসায়নিক পদার্থ ত্বকের বাইরের অংশের মৃতকোষ দূর করতে অত্যন্ত উপকারী। কাঁচা পেঁপে কেটে আক্রান্ত স্থানে ১০ থেকে ১৫ মিনিট ঘষতে হবে। ভালো ফল পেতে প্রতিদিন তিনবার প্রয়োগ করতে হবে।

৫. লবণ জল ‘অ্যাস্ট্রিনজেন্ট’ হিসেবে কাজ করে যা ক্ষতস্থান দ্রুত সারিয়ে তোলে। সংক্রমিত স্থান প্রদাহ মুক্ত করতে এবং র‌্যাশ দূর করতে বেশ উপকারী। এক চামচ সামুদ্রিক লবণের সঙ্গে দুই চামচ ভিনিগার মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। তিনবার আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন