Bangla News Dunia, Pallab : বঙ্গাব্দ চালু নিয়ে বিতর্ক বহুদিনের। অনেকে বলেন, গৌড়ের রাজা শশাঙ্ক চালু করেছিলেন। আবার কারও মতে, মুঘল সম্রাট আকবরের খাজনা ব্যবস্থার জন্য প্রচলন করেছিলেন। নতুন বাংলা বছরের আগে এই বিতর্ক নিয়ে মাঠে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। তাদের দাবি, বঙ্গাব্দ শুরু করেছিলেন শশাঙ্ক। আর তা প্রচার করতে জোরকদমে নামছে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ। নববর্ষেই কলকাতায় একগুচ্ছ অনুষ্ঠান করতে চলেছে তারা।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
সঙ্ঘ বরাবরই অভিযোগ করে,ইতিহাস বিকৃতি করে মুঘল শাসকদের গৌরবান্বিত করা হয়েছে। বঙ্গাব্দের ক্ষেত্রেও একই অভিযোগ তাদের। বাংলায় আরএসএস মুখপাত্র বিপ্লব রায় আজতক বাংলাকে বলেন,’বঙ্গাব্দ আকরের চেয়েও প্রাচীন। কয়েক বছর ধরে একটা তত্ত্ব তুলে ধরা হয়েছে যে আকবর বঙ্গাব্দের সূচনা করেছিলেন। এটা আসলে গোলামির ভাবনাকে ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। বাঙালির ঐতিহ্যকে খাটো করার চেষ্টা চালানো হয়েছে। আমরা জনমানসকে জাগ্রত করতে চাইছি। শশাঙ্কের আমলেই বাংলায় বঙ্গাব্দের সূচনা হয়েছিল। এনিয়ে ঐতিহাসিক তথ্যও আমরা তুলে ধরব।’